02/02/2025 মুনা বুলেটিন নিউজ পোর্টাল ইংলিশ ভার্সন এর যাত্রা শুরু
মুনা সাংগঠনিক ডেস্ক
১ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:১৮
যাত্রা শুরু হলো মুনা বুলেটিন ইংলিশ ভার্সন এর। মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা মুনা’র একটি অন্যতম উদ্যোগ হচ্ছে “মুনা বুলেটিন”। গত ১ মে ২০২৩, মুনা বুলেটিন এর অনলাইন নিউজ পোর্টাল এর বাংলা ভার্সন এর যাত্রা শুরু হয়। পাঠক ও শ্রোতাদের চাহিদাকে সামনে রেখে প্রায় দুবছর পর ১ ফেব্রুয়ারী ২০২৫ আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করে মুনা বুলেটিন ইংলিশ ভার্সন। যুক্তরাষ্ট্র, বাংলাদেশ, আন্তর্জাতিক, মুসলিম বিশ্ব, সাহিত্য, মুনা’র নিজস্ব কার্যক্রম সহ সবধরণের খবর ও সমসাময়িক ভিডিও কন্টেন্ট নিয়মিত প্রকাশিত হচ্ছে মুনা বুলেটিন বাংলা ভার্সনে। এখন থেকে পাঠকরা ইংলিশ ভার্সনেও মুনা বুলেটিন পড়তে পারবেন।
মুনা বুলেটিন ইংলিশ ভার্সন এর যাত্রা শুরুতে সম্মানিত পাঠক, দর্শক ও শুভানুধ্যায়ীদের স্বাগত জানিয়েছেন মুনা ন্যাশনাল প্রেসিডেন্ট ইমাম দেলোয়ার হোসাইন ও ন্যাশনাল এক্সিকিউটিভ ডিরেক্টর আরমান চৌধুরী সিপিএ। পাঠক ও দর্শকদের চাহিদা মোতাবেক মুনা নিউজ পোর্টাল বস্তুনিষ্ঠ খবর প্রকাশ করে বলে বিবৃতি প্রদান করে মুনা বুলেটিন এর উত্তরোত্তর সাফল্য কামনা করেন ন্যাশনাল প্রেসিডেন্ট ও ন্যাশনাল এক্সিকিউটিভ ডিরেক্টর।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.