04/19/2025 শুরু হলো মুনা কনভেনশন ২০২৫ -এর রেজিস্ট্রেশন কার্যক্রম
মুনা সাংগঠনিক ডেস্ক
৩১ জানুয়ারী ২০২৫ ২৩:০২
মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা - মুনা কনভেনশন ২০২৫ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবারের কনভেনশনটির আয়োজন করা হচ্ছে 'টর্চবেয়ারার্স অফ ইসলাম: স্প্রেডিং দ্য ফেইথ গ্লোবালি' শীর্ষক স্লোগানকে সামনে রেখে ।
আয়োজকগণ জানিয়েছেন, আগামী ৮, ৯ ও ১০ আগস্ট ফিলাডেলফিয়ার পেনসিলভানিয়া কনভেনশন সেন্টারে এই কনভেনশন অনুষ্ঠিত হবে ।
ইতিমধ্যেই আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে কনভেনশনের রেজিস্ট্রেশন কার্যক্রম। কনভেনশনের অফিসিয়াল ওয়েবসাইট www.munaconvention.com থেকে এই রেজিস্ট্রেশন সম্পন্ন করা যাবে।
তারা জানান, আগামী ৩১ মে'র মধ্যে 'মুনা কনভেনশন ২০২৫' এর রেজিস্ট্রেশনকারীদের জন্য থাকছে ২০% পর্যন্ত ডিসকাউন্টের ব্যবস্থা।
আয়োজকগণ আরো জানান, কনভেনশনে প্রতিবারের মতো এবারও থাকবে ৩৫ জনের অধিক আন্তর্জাতিক ইসলামি স্কলারের বিষয়ভিত্তিক প্রেরণাদায়ক বক্তৃতা, পৃথক ইয়ুথ কনফারেন্স, বিনোদনমূলক পরিবেশনা, বাজার ও এক্সপো, চিলড্রেন্স সেশনসহ বিভিন্ন আয়োজন। এসবের সাথে নতুন যুক্ত হয়েছে বিশেষ ইভেন্ট 'হ্যাকাথন ও রোবোটিক্স'।
বিস্তারিত জানতে www.munaconvention.com ভিজিট করার আহ্বান জানিয়েছেন আয়োজকগণ।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.