04/19/2025 শীর্ষ তালেবান নেতাদের জন্য পুরস্কার ঘোষণা করবে ট্রাম্প প্রশাসন
মুনা নিউজ ডেস্ক
২৭ জানুয়ারী ২০২৫ ১৪:২৭
বার্তাসংস্থা রয়টার্স সম্প্রতি এক প্রতিবেদনে বলেছে, মার্কিন নাগরিকদের জিম্মি করে রাখায় তালেবান শীর্ষ নেতাদের ধরতে যুক্তরাষ্ট্র ‘বিরাট পুরস্কার’ ঘোষণা দিতে পারে বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নেওয়া মার্কো রুবিও।
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া পোস্টে দেশটির পররাষ্ট্রমন্ত্রী বলেন, যতজনকে আটকে রেখেছে বলে খবর তালেবান নাকি তার চেয়েও বেশি মার্কিন নাগরিককে আটকে রেখেছে, এমনটা মাত্রই শুনলাম। যদি এটা সত্যি হয়, তাহলে আমরা শিগগিরই তাদের শীর্ষ নেতাদের ধরতে বড় পুরস্কার ঘোষণা করবো, এটা হয়তো এমনকী বিন লাদেনের জন্য যা ছিল, তার চেয়েও বেশি হবে।
গত সপ্তাহে কাবুলের কর্তৃপক্ষ জানিয়েছিল, আফগানিস্তানে আটক দুই মার্কিন নাগরিকের বিনিময়ে মাদক চোরাকারবারি ও উগ্রবাদী কর্মকাণ্ডের দায়ে যুক্তরাষ্ট্রের আদালতে দোষী সাব্যস্ত এক আফগানকে ছাড়াতে পেরেছে তারা।
খান মোহাম্মদ নামের এ আফগান ছাড়া পাওয়ার পর কাবুল এসে পৌঁছেছে বলে নিশ্চিত করেছেন আফগান কর্মকর্তারা । তার বিনিময়ে যুক্তরাষ্ট্রের যে দুই নাগরিককে মুক্তি দেওয়া হয়েছে তালেবান প্রশাসনের মুখপাত্র তাও নিশ্চিত করেছেন।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.