04/20/2025 গ্যাস ট্যাঙ্কার বিস্ফোরণে পাকিস্তানে নিহত ৬
মুনা নিউজ ডেস্ক
২৭ জানুয়ারী ২০২৫ ১৩:০৭
পাকিস্তানের একটি এলাকায় এলপিজি গ্যাসের ট্যাঙ্কার বিস্ফোরণে অন্তত ছয় জন নিহত এবং ৩১ জন আহত হয়েছেন। সোমবার (২৭ জানুয়ারি) সকালে দেশটির বাণিজ্যিক রাজ্য মুলতানের হামিদপুর কানোরা এলাকায় এ দুর্ঘটনায় ভয়াবহ আগুন ধরে যায়। বিস্ফোরণ এতটাই শক্তিশারী ছিল যে, ট্যাঙ্কারটি মুর্হূতেই ছিন্নভিন্ন হয়ে আবাসিক এলাকায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে। খবর জিও নিউজের।
উদ্ধারকারী কর্তৃপক্ষ জানিয়েছে, এক ঘণ্টার প্রচেষ্টায় ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট অংশগ্রহণ করে।
ট্যাঙ্কার বিস্ফোরণে শুরুতে পাঁচ জন নিহত হন। পরবর্তীতে এ ঘটনায় আহত আরও একজন মারা যায়। নিহতদের মধ্যে দুই নারী ও একটি মেয়ে শিশু রয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্যাসের ট্যাঙ্কার বিস্ফোরণের ঘটনায় আশেপাশের ২০টি বাড়ি পুরোপুরিভাবে পুড়ে ধ্বংস হয়ে গেছে এবং ৭০টি বাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।
মুলতানের পুলিশ অফিসার সিদ্দিক বলেন, ভয়াবহ আগুনের ফলে একাধিক বাড়ি পুরোপুরিভাবে ধ্বংস হয়ে গেছে। এছাড়া গবাদিপশুও পুড়ে মারা গেছে।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.