04/20/2025 এক সপ্তাহেই ট্রাম্প বাইডেনের চার বছরকে ছাড়িয়ে গেছেন: ভ্যান্স
মুনা নিউজ ডেস্ক
২৭ জানুয়ারী ২০২৫ ১৩:০০
নবনিযুক্ত ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সিবিএস নিউজের এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাজের প্রশংসা করেছেন। ভ্যান্স জানান, 'ট্রাম্প এক সপ্তাহে যা করে দেখিয়েছেন, বাইডেন চার বছরে তা করতে পারেননি'। তিনি ট্রাম্পের রেকর্ড সংখ্যক নির্বাহী আদেশ জারির দিকে ইঙ্গিত করে এ কথা বলেছেন। খবর- বিবিসির।
ভ্যান্স বলেন, 'এটি একটি অবিশ্বাস্য কাজের উদাহরণ'। তিনি উল্লেখ করেন, ট্রাম্প প্রশাসন বাইডেনের সময়কালের অপ্রয়োজনীয় নীতিমালাগুলো বাতিল করার দিকে মনোযোগ দিয়েছে। তিনি বাইডেন প্রশাসনের উদ্দেশ্য করে বলেন, যদিও তাদের ক্ষতি ঠিক করা সহজ নয়, তবুও ট্রাম্পের গৃহীত পদক্ষেপ নিয়ে তিনি আশাবাদী।
ভ্যান্স যোগ করেন, 'আমরা অনেক কিছু করেছি এবং আমি মনে করি প্রেসিডেন্ট প্রশংসার যোগ্য, কারণ তিনি জনগণের ম্যান্ডেটকে কাজে লাগিয়ে বাস্তব পদক্ষেপ নিচ্ছেন'। তিনি হোয়াইট হাউসে বসে সময় নষ্ট করছেন না। তিনি আমেরিকার জনগণের কাজ করছেন, এবং আমি মনে করি, এর ভালো প্রভাব শীঘ্রই দেখা যাবে।'
যদিও বিশেষ কোনো অর্জনের তিনি বিস্তারিত উল্লেখ করেননি, তবে ভ্যান্সের মন্তব্য ট্রাম্প প্রশাসনের কর্মসূচি এবং পূর্ববর্তী প্রশাসনের সঙ্গে পার্থক্য তুলে ধরার কৌশল হিসেবে দেখা হচ্ছে।
এদিকে, ট্রাম্পের নির্বাহী আদেশগুলো এবং সেগুলোর দীর্ঘমেয়াদী প্রভাব নিয়ে ইতোমধ্যেই সারা বিশ্বে শুরু হয়েছে নানা আলোচনা।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.