04/19/2025 প্রেসিডেন্ট ট্রাম্পের পরিকল্পনায় গ্রিনল্যান্ডে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা
মুনা নিউজ ডেস্ক
২৭ জানুয়ারী ২০২৫ ১২:৩৮
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গ্রিনল্যান্ডের ওপর যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারবে বলে তিনি বিশ্বাস করেন। সেখানকার ৫৭ হাজার বাসিন্দা আমাদের সঙ্গে থাকতে চান। ইউরোপের দেশ ডেনমার্কের নিয়ন্ত্রণে থাকা স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ডের ওপর মার্কিন নিয়ন্ত্রণ আরোপের অভিপ্রায় পুনর্ব্যক্ত করার পর এমন মন্তব্য করলেন ডোনাল্ড ট্রাম্প।
প্রেসিডেন্টের সরকারি উড়োজাহাজ এয়ারফোর্স ওয়ানে সফর করার সময় সাংবাদিকদের সঙ্গে আলাপে ট্রাম্প বলেন, ‘আমার মনে হয়, আমরা এটা (গ্রিনল্যান্ড) পেতে যাচ্ছি।’ প্রেসিডেন্ট আরও বলেন, ‘ওই দ্বীপের ৫৭ হাজার বাসিন্দা আমাদের সঙ্গে থাকতে চান।’
এর আগে গত সপ্তাহে ট্রাম্পের সঙ্গে ডেনমার্কের প্রধানমন্ত্রী মিতে ফ্রেডেরিকসেনের ফোনে কথা হয়েছে বলে সংবাদমাধ্যমগুলোয় খবর প্রকাশিত হয়। ফোনালাপে ডেনমার্কের প্রধানমন্ত্রী বলেছেন, ‘গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয়।’ সংবাদমাধ্যমে এমন খবর প্রকাশের পরপরই গ্রিনল্যান্ডের ওপর যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রণ আরোপের পরিকল্পনার কথা পুনর্ব্যক্ত করলেন ট্রাম্প।
এর আগে নিজের প্রথম মেয়াদে ২০১৯ সালে আর্কটিক অঞ্চলের এই গ্রিনল্যান্ড কিনতে চেয়ে শোরগোল ফেলেছিলেন ট্রাম্প। তখন তিনি বলেছিলেন, আন্তর্জাতিক নিরাপত্তার জন্য ‘চরম প্রয়োজনীয়’ বিষয় হলো গ্রিনল্যান্ডের ওপর আমেরকিার নিয়ন্ত্রণ।
এখন এয়ারফোর্স ওয়ানে সফরকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আমার মনে হয়, সেখানকার বাসিন্দারাও আমাদের সঙ্গে থাকতে চান।’
ট্রাম্পের এমন মরিয়া চেষ্টার মধ্যে গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী মিতে এগেদে বলেছেন, গ্রিনল্যান্ড স্বাধীনতা চায়। এটি বিক্রির জন্য নয়।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.