04/20/2025 জান্নাত প্রাপ্তি আর জাহান্নাম থেকে বাঁচার নামই ইসলামী আন্দোলন: মুনা ন্যাশনাল প্রেসিডেন্ট
মুনা সাংগঠনিক ডেস্ক
২৬ জানুয়ারী ২০২৫ ২১:০১
মুনার ন্যাশনাল প্রেসিডেন্ট ইমাম দেলোয়ার হোসাইন বলেছেন, জান্নাত প্রাপ্তি আর জাহান্নাম থেকে বাঁচার নামই ইসলামী আন্দোলন। আর এই ইসলামী আন্দোলন করা প্রত্যেক মু'মিনের উপর ফরজ। শনিবার (২৫ জানুয়ারি) ব্রুকলীন বায়তুল মামুর মসজিদ মিলনায়তনে মুনা নিউইয়র্ক সাউথ জোনের লিডারশিপ Education Session ২০২৫ -এর প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রধান অতিথি বলেন, একজন মু'মিন হিসেবে আমরা কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করছি, কোন ব্যক্তি বা গোষ্ঠির জন্য নয়।
শিক্ষা সেশনে উপস্থিত বাছাইকৃত ডেলিগেটবৃন্দের উদ্দ্যেশ্যে তিনি আরও বলেন, মু'মিন সর্বদা তালাশ করবে একমাত্র আল্লাহকে এবং আল্লাহর পথে দ্বীনের কাজে নিজেকে সদা সক্রিয় রাখবে।
উক্ত এডুকেসন সেশনে উদ্ভোধনী বক্তব্য রাখেন মুনা নিউইয়র্ক সাউথ জোন সভাপতি এমদাদ উল্লাহ। ''আখেরাতই মু'মিনের আসল জীবন'' শীর্ষক দারসুল কুরআন পেশ করেন মুনার সাবেক ন্যাশনাল প্রেসিডেন্ট হারুন অর রশিদ। অনুষ্ঠানে ''একটি আদর্শ চ্যাপ্টার ও সাব চ্যাপ্টার গঠন এবং সম্প্রসারণ'' বিষয়ে গূরুত্বপূর্ন বক্তব্য রাখেন মুনা ন্যাশনাল এক্সিকিউটিভ ডাইরেক্টর আরমান চৌধুরী সিপিএ।
প্রধান অতিথি মুনার ন্যাশনাল প্রেসিডেন্ট ইমাম দেলোয়ার হোসাইন বক্তব্য রাখেন ''দ্বীনি সংগঠন পরিচালনায় দায়িত্বশীলদের ভূমিকা'' শীর্ষক আলোচ্য বিষয়ের উপর।
এ ছাড়াও সেশনে ''বার্ষিক পরিকল্পনা-২০২৫ ও অনলাইন রিপোটিং'' এর উপর প্রশিক্ষণভিত্তিক আলোচনা করেন করেন মুনার জোন কর্মপরিষদ নেতৃবৃন্দ। অতিথিবৃন্দের মধ্যে আরেও আলোচনা করেন মুনা ন্যাশনাল অ্যাসিসট্যান্ট এক্সিকিউটিভ ডিরেক্টর আবু ওবায়দা।
অনুষ্ঠান পরিচালনা করেন নিউইয়র্ক সাউথ জোন সভাপতি এমদাদ উল্লাহ, সাউথ জোন সেক্রেটারী সাইফুল আলম, কোষাধ্যক্ষ হোসেন সরোয়ার্দী দুলাল। বক্তব্য রাখেন মুনা দাওয়া ডিরেক্টর ড. রুহুল আমিন, জাস্টিস এ্যান্ড হিউম্যান ডিগনিটি ডিরেক্টর মাহবুবুর রহমান এবং সাবেক সাউথ জোন সভাপতি সাফায়াত হোসেন সাফা প্রমূখ।
অনুষ্ঠানে অংশগ্রহণ করেন মুনার তিন শতাধিক বাছাইকৃত ডেলিগেট।
শহীদ উল্লাহ কাইসার
নিউইয়র্ক সাউথ জোন
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.