04/10/2025 সৌদি আরবই বন্ধ করতে পারে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: বিবিসি
মুনা নিউজ ডেস্ক
২৫ জানুয়ারী ২০২৫ ১৯:৩৮
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরব এক নিমেষেই রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে পারে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প দাবি করেছেন, সৌদি আরবের এক সিদ্ধান্তেই ‘সঙ্গে সঙ্গে’ যুদ্ধ বন্ধ হয়ে যেতে পারে। এমনকি এতদিন কেন সেটা ঘটল না তা নিয়ে বিস্মিত।
ট্রাম্প আরো মনে করিয়ে দেন, পূর্ব ইউরোপের যুদ্ধ বন্ধ করার জন্য সৌদি আরবের কী করা উচিত। তিনি বলেছেন, ‘সৌদি আরব ও তেল রপ্তানিকারী অন্য দেশগুলোর উচিত অবিলম্বে তেলের দাম কমিয়ে দেওয়া। তা হলেই রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ বন্ধ হয়ে যাবে।’
সুইজারল্যান্ডের দাভোস শহরে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সভা চলছে। সেখানেই গত বৃহস্পতিবার ভার্চুয়ালি যুক্ত হয়ে ফোরামের ব্যবসায়ী নেতাদের উদ্দেশে বক্তব্য দেন ট্রাম্প। তিনি বলেন, তেল রপ্তানিকারী দেশগুলো যে এখনও তেলের দাম কমায়নি, তাতে তিনি বিস্মিত। তার মতে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের অনেক আগেই এ সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল সৌদি আরবসহ বাকি রাষ্ট্রগুলোর
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.