11/22/2024 এরদোগানের সঙ্গে কথা বলতে তুরস্ক যাচ্ছেন পুতিন
মুনা নিউজ ডেস্ক
১৬ জুন ২০২৩ ০৯:৩৩
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের আমন্ত্রণে তুরস্ক সফরে যাচ্ছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রুশ প্রেসিডেন্টের উপদেষ্টা ইউরি উসাকভ ১৫ জুন, বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন। খবর ডেইলি সাবাহর।
রুশ প্রেসিডেন্টের মুখপাত্র বলেন, তুরস্কের প্রেসিডেন্ট আমাদের প্রেসিডেন্টকে আমন্ত্রণ জানিয়েছেন। তিনি আমন্ত্রণ গ্রহণ করেছেন। আঙ্কারা সফরের পরিকল্পনা নেওয়া হচ্ছে। এখনও তারিখ চূড়ান্ত হয়নি।
গত বছরের ফেব্রুয়ারিতে রাশিয়া কিয়েভে হামলার চালানোর পর তুরস্কই বিশ্বের কয়েকটি দেশের একটি যেটি দুদেশের সঙ্গে সমান্তরাল সম্পর্ক বজায় রেখে আসছে।
ইউক্রেন যুদ্ধ শুরু করার জন্য রাশিয়াকে দুষছে পশ্চিমারা। তবে তুরস্ক এক্ষেত্রে মস্কো ও কিয়েভের সঙ্গে সমান সম্পর্ক বজায় রেখে আসছে। কিয়েভে হামলা চালানোয় রাশিয়ার ওপর অন্যরা নিষেধাজ্ঞা দিলেও তুরস্ক বিরত ছিল।
এর আগে একাধিক প্রতিবেদনে বলা হয়েছিল যে, ইউক্রেনের প্রেসিন্টে ভলোদিমির জেলেনস্কি তুরস্কে সফরে যাচ্ছেন। এর আগে জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্ততায় ব্লাক সি গ্রেইন চুক্তি হয়। যে কারণে ইউক্রেনের ব্লাক সি পোর্টে আটকা লাখ লাখ টন শষ্য রফতানির পথ প্রশস্ত হয়।
সূত্র : ডেইলি সাবাহ
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.