01/24/2025 গ্রিন কার্ডে আবেদনে আর লাগবে না করোনা টিকার সনদ
মুনা নিউজ ডেস্ক
২৩ জানুয়ারী ২০২৫ ১৫:২৫
যুক্তরাষ্ট্রে যারা স্থায়ী বাসিন্দা হওয়ার জন্য গ্রিন কার্ডের আবেদন করবেন, তাদের এখন থেকে আর করোনার টিকার প্রমাণ দেখাতে হবে না। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন প্রশাসন এ ঘোষণা দিয়েছে।
নাগরিকত্ব ও অভিবাসন-সংক্রান্ত পরিষেবা ইউএসসিআইএস জানায়, আইনগতভাবে স্থায়ী বাসিন্দার মর্যাদা চাওয়ার ক্ষেত্রে আবেদনকারীদের কোভিড-১৯ টিকা গ্রহণের প্রমাণ-সংক্রান্ত যেকোনো বা সব প্রয়োজনীয় নথি জমা দেওয়ার বাধ্যবাধকতা মওকুফ করা হয়েছে।
এদিকে দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর অভিবাসীদের ওপর কঠোর হওয়ার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট। যেসব অভিবাসী টানা দুই বছর কিংবা তার বেশি সময় যুক্তরাষ্ট্রে বসবাসের প্রমাণ দেখাতে পারবেন না, তারা এর আওতায় পড়বেন। যুক্তরাষ্ট্র থেকে নথিপত্রহীন অভিবাসীদের বের করে দেওয়ার পরিধিও বাড়িয়েছেন তিনি।
এ ছাড়া ডোনাল্ড ট্রাম্প এভাল অফিসে বসেই যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের সন্তানদের জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়া সংক্রান্ত একটি নির্বাহী আদেশে সই করেছেন। যদিও এটিকে চ্যালেঞ্জ জানিয়েছে ডেমোক্র্যাট-নিয়ন্ত্রিত ২২টি অঙ্গরাজ্য ও ২টি শহর। এই আইনি লড়াইয়ে শরিক হয়েছে বিভিন্ন নাগরিক অধিকার সংগঠনও।
তবে জন্মসূত্রে নাগরিকত্বের সুবিধা যুক্তরাষ্ট্রের সংবিধানে সংরক্ষিত একটি বিষয়। এ সুবিধা নিয়ে নতুন নিয়ম ট্রাম্প কীভাবে কার্যকর করতে চান, তা এখনো স্পষ্ট নয়। কেননা ট্রাম্প যদি জন্মসূত্রে নাগরিকত্বের এ সাংবিধানিক অধিকার পরিবর্তন করতে চান, তবে তাকে কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ ও উচ্চকক্ষ সিনেটের দুই-তৃতীয়াংশ সদস্যের সমর্থন পেতে হবে।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.