01/23/2025 জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি বাংলাদেশে
মুনা নিউজ ডেস্ক
২২ জানুয়ারী ২০২৫ ১৭:১০
জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি সাইয়েদ আরশাদ মাদানী ৫ দিনের সফরে বুধবার (২২ জানুয়ারি) বাংলাদেশে এসেছেন। তিনি ভারতের দারুল উলুম দেওবন্দের সদরুল মুদাররিসিন (প্রধান শিক্ষক)। এদিন দুপুরে বিষয়টি জানান রাজধানীর গুলিস্তানের পীর ইয়ামেনী জামে মসজিদের খতিব ইমরানুল বারী সিরাজী।
ঢাকার মানিক নগরের মারকাজুশ শাইখ আরশাদ আল মাদানী মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ইমরানুল বারী বলেন, বুধবার বেলা পৌনে ১২টায় এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে ঢাকা বিমানবন্দরে অবতরণ করেন তিনি। সেখান থেকে উত্তরা জামিয়াতুন নুর আল ইসলামিয়াতে আগমন করেন। দুপুরের খাবার, বিশ্রাম, বাদ আসর বাইয়াত ও খতমে বুখারী জলসায় বয়ান করবেন। রাত যাপন করবেন বসুন্ধরায় ড. মুফতী গাজী জহিরুল ইসলাম সাহেবের বাসায়।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় বসুন্ধরা ইসলামিক রিসার্চ সেন্টারে খতমে বুখারী জলসায় বয়ান করবেন সফররত আরশাদ মাদানী। বেলা ১১টায় জামিয়া মাদানিয়া বারিধারায় খতমে বুখারী মাহফিলে বয়ান করবেন তিনি। সেখান থেকে নারায়ণগঞ্জ ভুইগড় উদ্দেশ্যে রওনা দেবেন। ভুইগড় মাদ্রাসায় দুপুরের খাবার ও বিশ্রাম। বাদ আসর সংক্ষিপ্ত নসিহত ও দোয়া। অতঃপর মাদানী নগর মাদ্রাসার উদ্দেশে রওনা। সেখানে খতমে বুখারী মাহফিলে বয়ান, বাইয়াত, খাবার ও রাতযাপন।
শনিবার হেলিকপ্টারে করে গাজীপুর ও ব্রাহ্মণবাড়িয়া সফর করবেন। ২৬ জানুয়ারি রবিবার তিনি এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে দিল্লির উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।
একাধিক ধর্মভিত্তিক দলের নেতা জানান, মূলত আগামী নির্বাচনকে সামনে রেখে ‘আলেমদের মধ্যে ঐক্য স্থাপন ও নির্বাচনের বিষয়ে’ ভারতের জমিয়তের মনোভাবও তুলে ধরার চেষ্টা করবেন আরশাদ মাদানী।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.