01/23/2025 বিদায়ের পর যেখানে থাকবেন জো বাইডেন
মুনা নিউজ ডেস্ক
২২ জানুয়ারী ২০২৫ ১৫:৪৩
ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণের মধ্য দিয়ে ৪৬তম প্রেসিডেন্ট জো বাইডেনের শাসনামলের সমাপ্তি হয়েছে। নিজের উত্তরসূরি এসে যাওয়ায় স্ত্রী জিল বাইডেনকে সঙ্গে নিয়ে হেলিকপ্টারে করে ক্যাপিটল হিল ছেড়েছেন তিনি। সংবাদমাধ্যম এনবিসি নিউইয়র্কের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, চার বছর দায়িত্ব পালনের পর সোমবার ক্যাপিটল থেকে বিদায় নেন বাইডেন। ট্রাম্পের শপথের পর তিনি হেলিকপ্টারে করে বিদায় নিয়েছেন।
এনবিসি নিউইয়র্ক জানিয়েছে, হেলিকপ্টারে করে প্রথমে ম্যারিল্যান্ডের জয়েন্ট বেস অ্যান্ড্রুস সামরিক ঘাঁটিতে যান বাইডেন। সেখান থেকে একটি বিশেষ বিমানে তার ক্যালিফোর্নিয়ার বারবারা কাউন্টির সান্তা ওয়াইনেজে পৌঁছানোর কথা রয়েছে। এলাকাটিতে দ্বিতীয় স্ত্রীর সঙ্গে কয়েকদিন ব্যক্তিগত সময় কাটাবেন বাইডেন।
প্রতিবেদনে বলা হয়েছে, সান্তা ওয়াইনেজের একটি ব্যক্তিগত বাড়িতে বাইডেন দম্পতি অবস্থান করবেন। তবে ভবিষ্যতে হয়ত তাদের পরিকল্পনায় পরিবর্তন আসতে পারে বলে জানিয়েছেন প্রশাসনিক কর্মকর্তারা। যদিও সে ভবিষ্যৎ পরিবকল্পনা এখনো স্পষ্ট নয়। তারা ডেলাওয়ারের রেহোবেথ সৈকত বা উইমিংটনে নিজস্ব বাড়িতে ফিরতে পারে।
১৯৭৭ সালে বিদায়ী প্রেসিডেন্টদের হেলিকপ্টারে বিদায় জানানোর রীতি শুরু হয়। এর আগে প্রেসিডেন্টরা ট্রেনে করে ওয়াশিংটন ডিসি ছেড়ে যেতেন। সেই ঐতিহ্যের অংশ হিসেবে হেলিকপ্টারে রাজধানী ত্যাগ করেন বাইডেন।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.