01/23/2025 গাজায় যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়ে সন্দিহান ট্রাম্প
মুনা নিউজ ডেস্ক
২১ জানুয়ারী ২০২৫ ১৫:৩৪
দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর গাজা যুদ্ধ নিয়ে কথা বলেছেন ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট বলেন, গত রোববার থেকে শুরু হওয়া গাজা যুদ্ধবিরতি নিয়ে তিনি খুব বেশি আত্মবিশ্বাসী নন।
সোমবার যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ট্রাম্প। শপথ নেওয়ার মধ্য দিয়ে তিনি দ্বিতীয় দফায় মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব নিলেন।
দায়িত্ব নেওয়ার প্রথম দিনে ট্রাম্প হোয়াইট হাউসের ওভাল অফিসে গিয়ে বেশ কিছু নির্বাহী আদেশে স্বাক্ষর করেন। এ সময় তিনি গাজায় কার্যকর হওয়া যুদ্ধবিরতি নিয়ে কথা বলেন।
গাজায় যুদ্ধবিরতি নিয়ে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘এটা আমাদের যুদ্ধ নয়, এটা তাদের যুদ্ধ। তবে আমি আত্মবিশ্বাসী (যুদ্ধবিরতি স্থায়িত্বের বিষয়ে) নই।’
ট্রাম্প আরও বলেন, হামাস দুর্বল হয়ে গেছে। গাজা বড় ধরনের ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
নতুন এই প্রেসিডেন্টের আশা, পরিকল্পনা নিয়ে এগোলে গাজায় সুন্দর সুন্দর কাজ করা সম্ভব।
গাজা সম্পর্কে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘সমুদ্রের ধারে এটি একটি অসাধারণ জায়গায় এর অবস্থান... আপনারা জানেন, সেখানকার সবকিছুই ভালো।’
১৫ মাসের বেশি সময় ধরে রক্তক্ষয়ী গাজা যুদ্ধ চলে। অনেক চেষ্টার পর অবশেষে যুক্তরাষ্ট্র, মিসর ও কাতারের মধ্যস্থতায় গাজায় একটি তিন ধাপের যুদ্ধবিরতিতে সম্মত হয় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ও ইসরায়েল। ট্রাম্পের দায়িত্ব নেওয়ার আগের দিন রোববার এই যুদ্ধবিরতি কার্যকর হয়। দায়িত্ব নেওয়ার পর ট্রাম্প বলেন, তিনি এই যুদ্ধবিরতি নিয়ে তিনি আস্থাশীল নন।
ওভাল অফিসে বসে নির্বাহী আদেশে স্বাক্ষর করার সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ট্রাম্প। এ সময় তাঁর কাছে ইউক্রেন যুদ্ধ বন্ধ করা নিয়ে তাঁর পূর্বপ্রতিশ্রুতির বিষয়ে জানতে চান সাংবাদিকেরা।
জবাবে ট্রাম্প বলেন, ভালো কথা। সবে তো আধা দিন গেল। তাঁর হাতে আরও আধা দিন সময় আছে। তিনি বিষয়টি দেখবেন।
ট্রাম্প তাঁর নির্বাচনী প্রচারাভিযানকালে বলেছিলেন, তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হলে ২৪ ঘণ্টার মধ্যে ইউক্রেন যুদ্ধ থামিয়ে দিতে পারবেন।
সাংবাদিকদের ট্রাম্প বলেন, তিনি মনে করেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সংঘাত বন্ধে একটি চুক্তি করতে চান।
প্রায় তিন বছর ধরে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ চলছে। ট্রাম্প বলেন, অধিকাংশ মানুষের ধারণা, এক সপ্তাহের মধ্যে এই যুদ্ধ থামবে। তিনি মনে করেন, যুদ্ধ বন্ধের বিষয়ে জেলেনস্কির সদিচ্ছা আছে।
যুদ্ধ বন্ধে ইউক্রেনের সঙ্গে চুক্তি না করায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সমালোচনা করেন ট্রাম্প। তিনি বলেন, পুতিনের একটি চুক্তি করা উচিত। তিনি মনে করেন, চুক্তি না করে তিনি রাশিয়াকে ধ্বংস করছেন।
শপথ গ্রহণের পর ক্যাপিটল ওয়ান এরিনায় সমবেত সমর্থকদের উদ্দেশে ভাষণ দেন ট্রাম্প। প্রেসিডেন্ট বলেন, ‘আপনারা অনেক ভালো ভালো ব্যাপার ঘটতে দেখতে যাচ্ছেন।’
ট্রাম্প বলেন, ‘আমরা কিছু যুদ্ধ থামাতে যাচ্ছি।’ এবং ইঙ্গিত দেন, তিনি ক্ষমতায় থাকলে ইউক্রেন ও গাজা যুদ্ধ হতো না।
সূত্র: বিবিসি
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.