02/05/2025 আবারও আর্থিক প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা বাইডেনের
মুনা নিউজ ডেস্ক
১৮ জানুয়ারী ২০২৫ ২০:০১
ইয়েমেনভিত্তিক একটি আর্থিক প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার ট্রেজারি বিভাগ এক বিবৃতিতে এ তথ্য জানায়। আন্তর্জাতিক গণমাধ্যমের সূত্রে এমন খবর পাওয়া গেছে।
প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন ক্ষমতা ছাড়ার আগে বিদ্রোহী গোষ্ঠীটির ওপর আরও চাপ প্রয়োগের চেষ্টা করছে। এরই ধারাবাহিকতায় নতুন নিষেধাজ্ঞা এল।
ট্রেজারি বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, প্রতিষ্ঠানটির বিরুদ্ধে হুতিদের আর্থিকভাবে সহায়তা করার অভিযোগ এনেছে ওয়াশিংটন। তারা ইয়েমেন কুয়েত ব্যাংকের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। অভিযোগ রয়েছে- হুতিরা ইয়েমেনি ব্যাংকিং খাতকে কাজে লাগিয়ে অর্থ পাচার এবং লেবাননের হিজবুল্লাহসহ মিত্রদের কাছে তহবিল স্থানান্তর করতে সহায়তা করেছে।
এর আগেও বিভিন্ন দেশের ব্যাংকের ওপর নিষেধাজ্ঞা আরোপ হয়েছে। ২০২৩ সালে অর্থ মন্ত্রণালয়ের বৈদেশিক সম্পদ নিয়ন্ত্রণবিষয়ক দপ্তরের (ওফাক) নিষেধাজ্ঞায় পড়ে মিয়ানমারের দুই ব্যাংক। ব্যাংক দুটি হলো মিয়ানমার ফরেন ট্রেড ব্যাংক ও মিয়ানমা ইনভেস্টমেন্ট অ্যান্ড কমার্শিয়াল ব্যাংক। এ ছাড়া গত বছর ৫০টির বেশি রাশিয়ান ব্যাংক, সিকিউরিটিজ রেজিস্ট্রার ও আর্থিক কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে ট্রেজারি বিভাগ।
প্রসঙ্গত, ইরান-সমর্থিত হুথিরা ২০২৩ সালের নভেম্বর থেকে ইয়েমেন ঘেঁষা সমুদ্রপথে চলাচলকারী ১০০টিরও বেশি জাহাজে আক্রমণ চালিয়েছে। হামলা করে তারা দুটি জাহাজ ডুবিয়েছে, একটি আটক করেছে এবং কমপক্ষে চার নাবিককে হত্যা করেছে। হামলার তীব্রতার কারণে বিশ্বব্যাপী জাহাজ চলাচল ব্যাহত হয়েছে এবং রুট পরিবর্তন করতে বাধ্য হয়েছে আন্তর্জাতিক বাণিজ্য প্রতিষ্ঠান। এ কারণে, বিশ্বব্যাপী ব্যবসায়ীরা আর্থিক ক্ষতির সম্মুখীন হন।
অবশ্য হুতিরা এ ক্ষেত্রে ফিলিস্তিনি স্বার্থের কথা বলে আসছে। বর্তমানে গাজায় যুদ্ধবিরতি ঘোষণার প্রেক্ষাপটে যুদ্ধ থেকে ফিরতে চায় ইয়েমেনের এ যোদ্ধারাও। ইয়েমেনের হুতি বিদ্রোহীরা বলছে, গাজার বিরুদ্ধে আগ্রাসন বন্ধ হলে ইসরায়েলের বিরুদ্ধে তারা সামরিক অভিযান বন্ধ করবে। ইয়েমেনভিত্তিক হুতিদের রাজনৈতিক ব্যুরোর সদস্য মোহাম্মদ আল-বুখাইতি এ কথা বলেছেন।
কাতারভিত্তিক একটি সংবাদমাধ্যমের শনিবারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ফিলিস্তিন-ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি বিষয়ে ইয়েমেনভিত্তিক হুতিদের রাজনৈতিক ব্যুরোর সদস্য মোহাম্মদ আল-বুখাইতি এক্সে একটি পোস্টে করেন। তাতে বলেছেন, ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি যুদ্ধের সমাপ্তি ঘটাবে কিন্তু সংঘাতের অবসান ঘটাবে না।
তিনি আরও বলেন, গাজাকে সমর্থন করার ক্ষেত্রে ইয়েমেনের ভূমিকা কার্যকর ছিল। কারণ, এটি শত্রু এবং তার মিত্রদের শ্বাসরোধ করে হত্যা করেছে এবং তাদের অনেক মূল্য দিতে হয়েছে। তাই আমরা আশা করি তাদের বিরুদ্ধে বিভিন্ন উপায়ে শত্রুতা অব্যাহত থাকবে।
আল-বুখাইতি বলেন, আমরা নিশ্চিত করছি যে- ফিলিস্তিনে আগ্রাসন বন্ধ হলে ইসরায়েলের বিরুদ্ধে আমাদের সামরিক অভিযান বন্ধ হবে। আর নৌচলাচলের স্বাধীনতা সকল দেশের জন্য একটি সাধারণ অধিকার; কারও জন্য নির্বাচিত অধিকার নয়।
যুক্তরাষ্ট্র প্রায় তাদের বিরোধীদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। যেমন- সুদানের সেনাপ্রধান আবদেল ফাত্তাহ-বুরহানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার এক বিবৃতিতে ট্রেজারি বিভাগ এ ঘোষণা দেয়। বিবৃতি অনুযায়ী, বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন সুদানি সশস্ত্র বাহিনী (এসএএফ) প্রধান আবদেল ফাত্তাহ আল-বুরহানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন। যুদ্ধবিধ্বস্ত দেশটিকে অস্থিতিশীল করার অভিযোগে এ শাস্তিমূলক ব্যবস্থা নেন বাইডেন।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.