02/06/2025 পরিসংখ্যান হিসাবে গাজায় ইসরায়েলি ধ্বংসযজ্ঞ
মুনা নিউজ ডেস্ক
১৭ জানুয়ারী ২০২৫ ২১:২৫
ইসরায়েল ও হামাসের মধ্যকার গাজা যুদ্ধ অর্ধ লক্ষাধিক মানুষের প্রাণহানি ও মানবিক সংকট সৃষ্টি করেছে। রবিবার (১৯ জানুয়ারি) থেকে একটি যুদ্ধবিরতির মাধ্যমে এর সাময়িক অবসান হতে পারে। চুক্তিটি ইতিমধ্যে ইসরায়েলের মন্ত্রিসভায়ও অনুমোদন হয়েছে।
যুদ্ধের তীব্রতা গাজার ঘনবসতিপূর্ণ নগর এলাকাকে সম্পূর্ণ ধ্বংসস্তূপে পরিণত করেছে। ফরাসি বার্তা সংস্থা এএফপি যুদ্ধের ধ্বংসযজ্ঞের উপাত্ত সংগ্রহ করে ক্ষয়ক্ষতির একটি পরিসংখ্যানগত চিত্র তুলে ধরেছে।
১ লাখ ৭০ হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস
গাজায় যুদ্ধের আগে ৩৬৫ বর্গকিলোমিটার এলাকায় ২৪ লাখ মানুষের বসবাস ছিল। জাতিসংঘের স্যাটেলাইট সেন্টারের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ১ ডিসেম্বর পর্যন্ত গাজার ৬৯ শতাংশ ভবন ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সংখ্যা ১ লাখ ৭০ হাজার ৮১২।
অন্যদিকে, মার্কিন গবেষক কোরি শের ও জামন ভ্যান ডেন হোক জানিয়েছেন, ২০২৫ সালের ১১ জানুয়ারি পর্যন্ত এই সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৭২ হাজার ১৫।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের আকস্মিক হামলায় ইসরায়েলে ১ হাজার ২০০ জন নিহত হন। আর ইসরায়েলের পাল্টা অভিযানে গাজায় কমপক্ষে ৪৬ হাজার ৭৮৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই বেসামরিক নাগরিক।
রাফাহ শহরের ৫০ শতাংশ ধ্বংস
গাজার উত্তরে গাজা সিটি ছিল ৬ লাখ মানুষের আবাসস্থল। সেখানে ৭৪ শতাংশ ভবন ধ্বংস হয়েছে। দক্ষিণের রাফাহ শহরে ইসরায়েলের স্থল অভিযান মে মাসে শুরু হয়।
মে মাসের শেষে রাফাহর ৪৮.৭ শতাংশ ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, যা আগের মাসে ছিল ৩৩.৯ শতাংশ। জাতিসংঘের তথ্য অনুযায়ী, গাজার সীমান্ত অঞ্চলের ৫৮ বর্গকিলোমিটারের ৯০ শতাংশ ভবন ধ্বংস বা গুরুতর ক্ষতিগ্রস্ত হয়েছে।
অর্ধেক হাসপাতাল অচল
গাজায় হাসপাতালগুলো ইসরায়েলি হামলায় একের পর এক ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, ৩৬টির মধ্যে ১৮টি হাসপাতাল আংশিকভাবে কার্যকর রয়েছে, যার মোট ধারণক্ষমতা ১ হাজার ৮০০ বেড।
৯০ শতাংশ স্কুল ক্ষতিগ্রস্ত
ইউনিসেফ জানিয়েছে, গাজার ৪৯৬টি স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে, যা মোট স্কুলের ৮৮ শতাংশ। এর মধ্যে ৩৯৬টি সরাসরি হামলায় বিধ্বস্ত।
কৃষি জমি ও রাস্তাঘাট ধ্বংস
জাতিসংঘের তথ্যমতে, গাজার ১০৩ বর্গকিলোমিটার কৃষিজমি ধ্বংস হয়েছে, যা মোট কৃষিজমির ৬৮ শতাংশ। রাস্তাঘাটের ৬৮ শতাংশও ক্ষতিগ্রস্ত হয়েছে।
জাতিসংঘের বিশ্লেষণে দেখা গেছে, ১ হাজার ১৯০ কিলোমিটার রাস্তা পুরোপুরি ধ্বংস হয়েছে এবং ৪১৫ কিলোমিটার মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে।
পুনর্গঠন কীভাবে?
জাতিসংঘের অনুমান অনুযায়ী, গাজার পুনর্গঠনে প্রায় ১৫ বছর সময় লাগবে এবং খরচ হবে প্রায় ৫০ বিলিয়ন ডলার।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.