02/06/2025 সৌদি আরব গমনে কঠোর হলো ভারতীয়দের ভিসা প্রক্রিয়া
মুনা নিউজ ডেস্ক
১৬ জানুয়ারী ২০২৫ ১৭:৩১
ভারতীয় কর্মীদের জন্য ভিসা প্রক্রিয়া কঠোর করেছে সৌদি আরব। ভারতীয় কর্মীদের ভিসা প্রদানের ক্ষেত্রে নতুন নিয়ম চালু হয়েছে। এখন থেকে যেসব ভারতীয় কর্মীরা সৌদি যেতে ইচ্ছুক তাদের পেশা ও শিক্ষাগত যোগ্যতা প্রমাণে প্রাক-যাচাইয়ের মধ্যে দিয়ে যেতে হবে। নতুন এই নিয়ম এ বছরের ১৪ জানুয়ারি থেকে কার্যকর হয়েছে।
সৌদিতে অবস্থিত ভারতীয় মিশনের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি খবরে বলা হয়, কাজের ভিসার ক্ষেত্রে পেশা যাচাইয়ের বিষয়টি অত্যাবশ্যকীয় করা হয়েছে।” অর্থাৎ ভিসা পাওয়ার আগে তাদের পেশাগত দক্ষতার প্রমাণ দিতে হবে।
জানা গেছে, ভারতীয়দের ভিসা প্রদানে কড়াকড়ি আরোপের বিষয়টি ছয় মাস আগে প্রস্তাব করা হয়। মূলত সৌদিতে ভারতীয়দের সংখ্যা কমাতেই এই কঠোরতা। কারণ ভারত থেকে যেসব কর্মী সৌদি যান, তারা ততটা প্রশিক্ষিত থাকেন না। এক্ষেত্রে ভারতে পর্যাপ্ত প্রশিক্ষণ কেন্দ্রের অভাবকে দায়ী করা হয়।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সৌদিতে সর্বোচ্চ প্রবাসী কর্মী আছে বাংলাদেশের। দ্বিতীয় অবস্থানেই ভারত। সবমিলিয়ে সৌদিতে বর্তমানে অবস্থান করছেন প্রায় ২৭ লাখ বাংলাদেশি। অপরদিকে ভারতীয় আছেন ২৪ লাখ।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.