01/15/2025 মালয়েশিয়াকে বাংলাদেশিদের জন্য মাল্টিপল ভিসা দেয়ার আহ্বান
মুনা নিউজ ডেস্ক
১৩ জানুয়ারী ২০২৫ ১৮:৪৯
মালয়েশিয়া সরকারের প্রতি বাংলাদেশি কর্মীদের মাল্টিপল-এন্ট্রি ভিসা দেয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অধ্যাপক ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করতে যান মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ শুহাদা ওথমান। আলাপকালে প্রধান উপদেষ্টা এ আহ্বান জানান।
তিনি হাইকমিশনারের প্রতি এ আহ্বান জানান, যাতে গত বছরের মে মাসে নির্ধারিত সময়সীমা মিস করে মালয়েশিয়ায় কাজে যোগদান করতে না পারা ১৮ হাজার বাংলাদেশি শ্রমিকের প্রবেশ সহজতর করা যায়।
হাইকমিশনার জানান, এই বিষয়ে মালয়েশিয়া ও বাংলাদেশের কর্মকর্তাদের নিয়ে গঠিত একটি যৌথ প্রযুক্তিগত কমিটি গত ৩১ ডিসেম্বর কুয়ালালামপুরে একটি বৈঠক করেছে এবং এ সংক্রান্ত আরেকটি বৈঠক মঙ্গলবার (১৪ জানুয়ারি) অনুষ্ঠিত হবে।
অক্টোবর মাসে ঢাকায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তার বৈঠকের কথা স্মরণ করে প্রধান উপদেষ্টা আশা প্রকাশ করেন– মালয়েশিয়া এই প্রক্রিয়া ত্বরান্বিত করবে, যাতে পরবর্তী দফায় মালয়েশিয়ায় কাজের জন্য বাংলাদেশি শ্রমিকরা পরিকল্পনা সাজাতে পারে।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.