01/15/2025 ”আল্লাহর ভালবাসা পাওয়াই, ঈমানদারদের প্রধান কর্তব্য হওয়া উচিৎ” - ইমাম দেলাওয়ার হোসাইন
মুনা সাংগঠনিক ডেস্ক
১৩ জানুয়ারী ২০২৫ ১৪:২০
মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা মুনা’র ন্যাশনাল প্রেসিডেন্ট ইমাম দেলাওয়ার হোসাইন বলেছেন, ঈমানদারদের প্রথম এবং প্রধানতম দায়িত্ব হলো আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য সদা সর্বদা চেষ্টা করে যাওয়া। মুমিনের চূড়ান্ত সফলতা হলো আল্লাহর সন্তুষ্টি অর্জন। তার ভালবাসা ছাড়া মুমিনের জীবন পূর্ণতা লাভ করতে পারেনা। নিজের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের মাধমে আল্লাহর প্রিয় বান্দাহ হওয়ার চেষ্টা করতে হবে।
১১ জানুয়ারি ২০২৫, শনিবার, আপস্টেইট নিউ ইয়র্ক জোনের উদ্যোগে আয়োজিত দিনব্যাপী “লিডারশীপ এডুকেশন সেশন”-এ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। জোনাল প্রেসিডেন্ট মাওলানা আব্দুল কাইয়ুমের সভাপতিত্বে এবং জোনাল সেক্রেটারী শামসুল আরেফিন হাসিবের পরিচালনায় উক্ত প্রোগ্রামে বিশেষ অথিতি ছিলেন মুনা ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট ইমাম আবুল বাশার ফয়জুল্লাহ এবং ন্যাশনাল এক্সিকিউটিভ ডিরেক্টর আরমান চৌধুরী সিপিএ।
এছাড়াও জোনাল ভাইস প্রেসিডেন্ট ইমাম সিরাজুল ইসলাম, জোনাল মিডিয়া, কালচার ও সেন্টার ডিরেক্টর নিয়ায মাখদুম, দাওয়াহ ডিরেক্টর গিয়াস উদ্দিন, ফ্যামিলি অ্যাফেয়ারস ডিরেক্টর জিয়াউদ্দিন আহমেদ, জেএইচডি এন্ড সোশ্যাল সার্ভিস ডিরেক্টর আমিনুল ইসলাম চিনু, রিলিফ এন্ড এইড ডিপার্টমেন্টের ডিরেক্টর কবির চৌধুরী শহীদ, অফিস এন্ড পাবলিকেশন্স ডিরেক্টর হারুনুর রশিদসহ জোনাল ও বিভিন্ন চ্যাপ্টারের নেতৃবৃন্দ। দিনব্যাপী এই এডুকেশন সেশনে বিভিন্ন সাব-চ্যাপ্টার, চ্যাপ্টার থেকে তিনশতাধিক দায়িত্বশীল ভাই ও বোনেরা অংশগ্রহণ করেন।
ন্যাশনাল প্রেসিডেন্ট আরো বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের কাছে ইসলামের আহবান পৌঁছানোর দায়িত্ব হলো মুনার সর্বস্তরের দায়িত্বশীলদের। বিশেষ করে সাব-চ্যাপ্টারের দায়িত্বশীলদেরকে এ ক্ষেত্রে অগ্রণী ভুমিকা পালন করতে হবে। কেননা সাব-চ্যাপ্টার হলো সংগঠনের ক্ষুদ্রতম কিন্তু প্রধানতম রিক্রুটিং সেন্টার। এখান থেকেই আগামী দিনের মুল নেতৃত্ব তৈরি হবে ইনশাআল্লাহ। তিনি আরো বলেন, বাফেলো তথা ওয়েস্টার্ন নিউ ইয়র্কের প্রতিটি ঘরকে ইসলামের আলোয় আলোকিত করার মধ্য দিয়ে আমরা আমাদের দায়িত্ব পালন করে যাব।
নিয়ায মাখদুম
মিডিয়া এন্ড কালচারাল ডেপার্টমেন্ট, আপস্টেট নিউইয়র্ক জোন
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.