04/18/2025 টিউলিপ বিনামূল্যে দেখেছেন বিশ্বকাপ ক্রিকেট ম্যাচ; সাথী ভাই-বোন ও আ. লীগ এমপি
মুনা নিউজ ডেস্ক
১২ জানুয়ারী ২০২৫ ১৯:১৪
যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের অর্থনীতিবিষয়ক মন্ত্রী টিউলিপ সিদ্দিক ২০১৯ ক্রিকেট বিশ্বকাপের দুটি ম্যাচ বিনা মূল্যে স্টেডিয়ামে বসে উপভোগ করেছিলেন। ম্যাচ চলাকালে তার সঙ্গে ছিলেন ভাই-বোন এবং তৎকালীন আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ।
শনিবার ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ প্রকাশিত এক প্রতিবেদনে উঠে আসে এই তথ্য। স্টেডিয়ামে বসে বাংলাদেশের ম্যাচ দেখার জন্য ৩৫৮.৮০ পাউন্ড মূল্যের টিকিট টিউলিপ বিনামূল্যে পেয়েছিলেন। ওই ম্যাচগুলো ছিল ৫ জুন ওভালে বাংলাদেশ-নিউজিল্যান্ড এবং এক মাস পর লর্ডসে বাংলাদেশ-পাকিস্তান।
টেলিগ্রাফের প্রতিবেদনে আরও বলা হয়েছে, আওয়ামী লীগ সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে টিউলিপের সম্পর্ক এবং তাদের বাড়িতে অবস্থান নিয়েও বিতর্ক রয়েছে। এ নিয়ে তার মন্ত্রিসভা থেকে পদত্যাগের চাপ বাড়ছে।
বাংলাদেশে ১৫ বছর ক্ষমতায় থাকার পর শেখ হাসিনার সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পাশাপাশি তার পরিবার এবং টিউলিপের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্ত করছে দুদক। শেখ হাসিনা, শেখ রেহানা ও সজীব ওয়াজেদের পাশাপাশি টিউলিপের নামও রয়েছে এ তালিকায়।
টিউলিপ, যিনি যুক্তরাজ্যের হ্যাম্পস্টিড অ্যান্ড হাইগেট এলাকার এমপি, বর্তমানে দেশটির আর্থিক খাতে দুর্নীতি বন্ধের দায়িত্বে রয়েছেন। কিন্তু বিশ্বকাপের ম্যাচ বিনা মূল্যে দেখা এবং রাজনৈতিক সংশ্লিষ্টতার কারণে তার অবস্থান নিয়ে প্রশ্ন উঠেছে।
বাংলাদেশ থেকে ক্ষমতাচ্যুত হওয়া আওয়ামী লীগ নেতারা যুক্তরাজ্যে আশ্রয় নিয়েছেন বলে জানা যায়। কাজী নাবিল আহমেদও ২০১৯ সালের বিশ্বকাপ ম্যাচে টিউলিপের সঙ্গে ছিলেন। তিনি ২০২৪ সালে সংসদ সদস্যের পদ হারানোর পর দেশ ছাড়েন।
ক্রিকেট বিশ্বকাপের মতো আন্তর্জাতিক আসরে রাজনৈতিক ব্যক্তিদের উপস্থিতি এবং বিনা মূল্যে ম্যাচ উপভোগ নিয়ে বিতর্ক এখন ব্রিটেনের সংসদেও আলোচনার কেন্দ্রবিন্দুতে।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.