01/10/2025 আবহাওয়া বিপর্যয়ের আশঙ্কা যুক্তরাজ্যে , তাপমাত্রা নামবে মাইনাস ২০ ডিগ্রিতে
মুনা নিউজ ডেস্ক
৯ জানুয়ারী ২০২৫ ১৭:৩৪
রাতারাতি তাপমাত্রা আরও কমে ভয়াবহ শীতের কবলে পড়তে পারে যুক্তরাজ্য। ইংল্যান্ড, ওয়েলস, স্কটল্যান্ড ও নর্দার্ন আয়ারল্যান্ডে তাপমাত্রা নেমে আসতে পারে মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াসে। সেই সাথে থাকবে ভারী তুষারপাত। একই সঙ্গে বন্যা হতে পারে বলে ধারণা করছেন বৃটিশ আবহাওয়াবিদরা। আবহাওয়া অফিস এই বিপর্যয়কে 'অ্যাম্বার কোল্ড' নাম অভিহিত করে নতুন সতর্কতা জারি করেছে । বিশেষ করে ইংল্যান্ড জুড়ে ৭৯টি বন্যা সতর্কতাও জারি সহ ১৫০টি বন্যা সতর্কতা জারি করা হয়েছে। এই সতর্কতা আগামী রোববার পর্যন্ত থাকবে।
যুক্তরাজ্যের স্বাস্থ্য সুরক্ষা সংস্থা (UKHSA) দ্বারা জারি করা এই সতর্কতায় বলা হয়েছে যে, হিমাঙ্কের কারণে মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পেতে পারে, বিশেষ করে বয়স্ক এবং দুর্বল ব্যক্তিদের মধ্যে, এবং স্বাস্থ্যসেবার চাহিদা বৃদ্ধি পেতে পারে।
আবহাওয়ার অফিস এবং স্বাস্থ্যসেবা প্রদানকারীদের আগাম সতর্কতা প্রদান করে উচ্চ ঝুঁকিতে থাকা ব্যক্তিদের সক্রিয়ভাবে পর্যবেক্ষণ করার মতো পদক্ষেপের পরামর্শ দিয়েছে। UKHSA এর ডাঃ অ্যাগোস্টিনহো সুসা বলেছেন,সবারই সবচেয়ে ঝুঁকিপূর্ণ বন্ধু, পরিবার এবং প্রতিবেশীদের খোঁজখবর রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ ।
কারণ অধিক ঠান্ডা তাপমাত্রার ফলে এই ব্যক্তিদের হার্ট অ্যাটাক, স্ট্রোক এবং বুকে সংক্রমণের ঝুঁকি বেশি হতে পারে।
বুধবার স্কটল্যান্ডের টুলোচ ব্রিজে রাতের সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ৭ ডিগ্রি সেলসিয়াস। উত্তর আয়ারল্যান্ডের কেটসব্রিজে ছিল মাইনাস ৬.৯ ডিগ্রি সেলসিয়াস। ইংল্যান্ড কামব্রিয়ার শাপে তাপমাত্রা মাইনাস ৮.৪ ডিগ্রি সেলসিয়াসে। তবে দক্ষিণ ইংল্যান্ডেও অক্সফোর্ডশায়ারের বেনসনে মাইনাস ৬.১ ডিগ্রি সেলসিয়াস ছিল।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.