01/10/2025 লস অ্যাঞ্জেলেসে মারাত্মক দাবানলে নিহত ৫
মুনা নিউজ ডেস্ক
৯ জানুয়ারী ২০২৫ ১৫:৩০
আরও ভয়াবহ রূপ নিয়েছে ক্যালিফোর্নিয়ার দাবানল। দ্রুত ছড়িয়ে পড়তে থাকা দাবানল নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। লস অ্যাঞ্জলসে মৃত্যু হয়েছে কমপক্ষে ৫ জনের। নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে প্রায় দেড় লাখ বাসিন্দাকে। খবর যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদমাধ্যম সিএনএনের।
শহরের ৫টি স্থানে জ্বলছে আগুন। শুষ্ক আবহাওয়া ও তীব্র বাতাসে তা ছড়াচ্ছে নিয়ন্ত্রণহীনভাবে। পুড়ে গেছে ১ হাজারের বেশি বাড়িঘর-স্থাপনা। সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি প্যালিসেইডে।
লস অ্যাঞ্জেলসের ইতিহাসে সবচেয়ে বড় দাবানলের কবলে অঞ্চলটি। পুড়ে গেছে প্রায় ১৬ হাজার একর এলাকা। আগুন নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে ফায়ার সার্ভিস কর্মীরা। পানি স্বল্পতায় আরও কঠিন হয়ে পড়েছে কাজ।
আশপাশের এলাকাগুলো থেকে সরবরাহ করা হচ্ছে পানি। বিমান থেকে ছেটানো হচ্ছে রাসায়নিক। দাবানলের প্রভাবে মারাত্মক ক্ষতিগ্রস্ত ক্যালিফোর্নিয়ার বিদ্যুৎ ব্যবস্থা। অন্ধকারে দক্ষিণাঞ্চলের দেড় লাখ মানুষ।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.