01/09/2025 ট্রাম্পকে নির্বাচনে জয়ের আনুষ্ঠানিক স্বীকৃতি দিল কংগ্রেস
মুনা নিউজ ডেস্ক
৭ জানুয়ারী ২০২৫ ২১:০৬
নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আনুষ্ঠানিকভাবে বিজয়ী হিসেবে স্বীকৃতি দিল কংগ্রেস। মঙ্গলবার ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সভাপতিত্বে আয়োজিত পার্লামেন্টারি অধিবেশনে এই স্বীকৃতি দেওয়া হয়। আন্তর্জাতিক সংবাদমাধ্যম এমন তথ্য দিয়েছে।
এদিকে দলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব এবং সমালোচনার মুখে কানাডার প্রধানমন্ত্রী এবং ক্ষমতাসীন দলের প্রধানের পদ থেকে ইস্তফার ঘোষণা দিয়েছেন জাস্টিন ট্রুডো। আর এর কয়েক ঘণ্টা পর আবারও কানাডাকে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যের বানানো ইচ্ছার কথা জানিয়েছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া একটি পোস্টে তিনি এ ইচ্ছার কথা জানান।
পোস্টে ট্রাম্প বলেন, কানাডার অনেকেই আমাদের ৫১তম রাজ্য হতে পছন্দ করে। কানাডাকে টিকিয়ে রাখার জন্য বিশাল বাণিজ্য ঘাটতি এবং ভর্তুকির চাপ যুক্তরাষ্ট্র ভোগ করবে না। জাস্টিন ট্রুডো এটা জানতেন এবং তাই তিনি পদত্যাগ করেছেন। নিজ মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, আজকে আমরা এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে যাচ্ছি। আমাদের নির্বাচনী জয়কে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে কংগ্রেস। মেইক আমেরিকা গ্রেইট অ্যাগেইন। তীব্র তুষারঝড়ের মধ্যেও কংগ্রেস অধিবেশন নিয়মমাফিক পরিচালিত হয়।
চূড়ান্ত আনুষ্ঠানিক স্বীকৃতিতে বলা হয়, সর্বশেষ নির্বাচনে ট্রাম্প পেয়েছেন ৩১২ ইলেক্টোরাল কলেজ ভোট আর হ্যারিস পেয়েছেন ২২৬টি। এই স্বীকৃতির পর এখন কেবল ২০ জানুয়ারি ট্রাম্পের অভিষেকের অপেক্ষা। সৌভাগ্যক্রমে সোমবারের আনুষ্ঠানিকতায় চার বছর আগের চিত্রের পুনরাবৃত্তি না হয়ে নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে। আগের নির্বাচনে বাইডেনের কাছে পরাজয় মানতে না পেরে ইউএস ক্যাপিটলে হামলা চালিয়েছিলেন ট্রাম্পের সমর্থকরা।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.