01/09/2025 মেজর ডালিমের বর্তমান অবস্থান
মুনা নিউজ ডেস্ক
৭ জানুয়ারী ২০২৫ ১৫:৪৭
মেজর ডালিমের বর্তমান অবস্থান নিয়ে চলছে জল্পনা-কল্পনা। ৫০ বছর পর মেজর ডালিমকে দেখে বিস্মিত হন সকলেই। সাংবাদিক ইলিয়াস হোসেনের একটি লাইভ অনুষ্ঠানে মেজর ডালিম উপস্থিত হলে তাকে নিয়ে নতুন করে আলোচনার ঝড় ওঠে। প্রায় ৫০ বছর পর ডালিমকে দেখে অনেকেই অবাক হন, কারণ অনেকেই জানতেন না যে তিনি এখনো জীবিত।
১৯৭৫ সালের ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমান সেনা অভ্যুত্থানে নিহত হন। সেই অভিযানে অংশ নিয়েছিলেন সেনা কর্মকর্তা মেজর শরিফুল হক ডালিম।
তবে বর্তমানে তিনি কোথায় আছেন, তা এখনও নিশ্চিত নয়।
২০০৯ সালে সংবাদমাধ্যম ডেইলি স্টার কূটনৈতিক এবং গোয়েন্দা সূত্রের মাধ্যমে জানিয়েছিল যে, মেজর ডালিম পাকিস্তানে বসবাস করছেন এবং লিবিয়ার রাজধানী বেনগাজিতে তার নিয়মিত যাতায়াত রয়েছে। এমনকি বিএনপি নেতৃত্বাধীন চার দলীয় জোট সরকারের সময় তিনি একবার বাংলাদেশেও এসেছিলেন বলে জানা যায়।
এর আগে ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার একটি টাস্কফোর্স গঠন করেছিল। এর লক্ষ্য ছিল ১৫ আগস্টের ঘটনার সঙ্গে যুক্ত বিদেশে পালিয়ে থাকা ব্যক্তিদের দেশে ফিরিয়ে আনা। সাবেক রাষ্ট্রদূত ওয়ালি-উর-রেহমান ১৯৯৮ সাল পর্যন্ত এই টাস্কফোর্সের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।
ওয়ালি-উর-রেহমান দাবি করেন, মেজর ডালিমের কেনিয়ার রাজধানী নাইরোবিসহ আফ্রিকার বিভিন্ন দেশে ব্যবসা রয়েছে। এমনকি তিনি কেনিয়ার পাসপোর্ট সংগ্রহ করতে সক্ষম হয়েছেন বলেও অভিযোগ রয়েছে।
তবে তিনি পাকিস্তান, কেনিয়া, বা অন্য কোনো দেশে আছেন তা নিয়ে নিশ্চিত কোনো তথ্য প্রকাশ পায়নি।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.