01/09/2025 নেপাল, বাংলাদেশ ও ভারতে ভূমিকম্প
মুনা নিউজ ডেস্ক
৭ জানুয়ারী ২০২৫ ১২:৪২
হিমালয় পর্বতের পাদদেশে অবস্থিত চীনের তিব্বতের শিগাতসে শহরের কাছে ৭ দশমিক ১ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। চীনের আর্থকোয়েক নেটওয়ার্ক সেন্টার এই বিষয়টি জানিয়েছে। তবে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা-ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল নেপালে লোবুচে এলাকা। এই শক্তিশালী ভূমিকম্পের তীব্রতা টের পাওয়া গেছে নেপাল, ভারত ও বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকেও।
চীনের আর্থকোয়েক নেটওয়ার্ক সেন্টার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছ, স্থানীয় সময় আজ মঙ্গলবার সকাল ৯টা ৫ মিনিটের দিকে ভূমিকম্পটি আঘাত হানে। ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটির উৎপত্তি হয়।
ভারত ও নেপালের সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এই ভূমিকম্পের ফলে শক্তিশালী কম্পন নেপালের রাজধানী কাঠমান্ডুতেও অনুভূত হয়েছে। উৎপত্তিস্থল থেকে এই শহরটি প্রায় ৪০০ কিলোমিটার দূরে অবস্থিত। খবরে বলা হয়েছে, ভূমিকম্পের তীব্রতা এতটাই বেশি ছিল যে, কাঠমান্ডু বাসিন্দারা দল দলে ঘর থেকে রাস্তায় বেরিয়ে আসেন ভয়ে।
ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) সংস্থা জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল নেপালের লোবুচে এলাকায়। এটি চীনের তিব্বতের পাহাড়ি সীমান্তের কাছে অবস্থিত। তবে উৎপত্তিস্থল তিব্বত বা নেপাল হলেও এর প্রভাব অনুভূত হয়েছে বাংলাদেশেও।
এর মাত্র চার দিন আগেও ভূমিকম্পে কেঁপে উঠেছিল দেশ। এবার রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে এ ভূমিকম্প অনুভূত হয়েছে। প্রাথমিকভাবে ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। আজ মঙ্গলবার সকাল ৭টা ৫ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়।
এদিকে, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ঢাকা থেকে ৬১৮ কিলোমিটার দূরে চীনের একটি অঞ্চলে। এর আগে, গত ৩ জানুয়ারি রাজধানী ঢাকা-সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেল এর মাত্রা ছিল ৫।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.