01/08/2025 ভারতে প্রশিক্ষণের জন্য যাবেন না ৫০ বিচারক
মুনা নিউজ ডেস্ক
৫ জানুয়ারী ২০২৫ ২০:৫৭
ভারতে ৫০ বিচারকের প্রশিক্ষণের অনুমতি বাতিল করা হয়েছে। রোববার এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।
আইন ও বিচার বিভাগের উপসচিব (প্রশিক্ষণ) ড. আবুল হাসানাত প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেছেন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ সুপ্রিম কোর্টের নির্দেশনার পরিপ্রেক্ষিতে ভারতের ন্যাশনাল জুডিসিয়াল একাডেমি, ভূপাল এবং একটি স্টেট জুডিসিয়াল একাডেমিতে আগামী ১০ থেকে ২০ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য দেশের ৫০ বিচার বিভাগীয় কর্মকর্তাকে অনুমতি দিয়ে যে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল তা সুপ্রিম কোর্টের নির্দেশনা মোতাবেক বাতিল করা হলো।
এর আগে, আবুল হাসানাতেরই স্বাক্ষর করা এক প্রজ্ঞাপনে জানানো হয়, ভারতের ভোপালে অবস্থিত ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি এবং স্টেট জুডিশিয়াল একাডেমিতে প্রশিক্ষণ গ্রহণের জন্য অধস্তন আদালতের ৫০ জন বিচার বিভাগীয় কর্মকর্তাকে অনুমতি দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, সুপ্রিম কোর্টের পরামর্শের পরিপ্রেক্ষিতে এই অনুমতি দেয় আইন মন্ত্রণালয়।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.