01/08/2025 বাইডেনের ‘প্রেসিডেনশিয়াল মেডেল অফ ফ্রিডম’ পুরস্কার প্রদান
মুনা নিউজ ডেস্ক
৫ জানুয়ারী ২০২৫ ২০:১৯
বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের প্রেসিডেন্ট পদে দায়িত্বের মেয়াদ আর মাত্র ১৫ দিন বাকি। মেয়াদের শেষ দিকে এসে তিনি ‘প্রেসিডেনশিয়াল মেডেল অব ফ্রিডম’পুরস্কার প্রদান করেছেন। দেশটির একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনটি রোববার প্রকাশিত হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শনিবার এক অনুষ্ঠানে এই পুরস্কার প্রদান করেন তিনি। পুরস্কার পেয়েছেন প্রাক্তন পররাষ্ট্র মন্ত্রী হিলারি ক্লিনটন, শেফ জোসে আন্দ্রেস, অভিনেতা মাইকেল জে. ফক্স এবং জেন গুডাল।
বাইডেন আরও যাদের এই সর্বোচ্চ মার্কিন বেসামরিক সম্মাননা প্রদান করেছেন, তাদের মধ্যে রয়েছেন মানবতাবাদী ও ইউ২ গায়ক বোনো, ফ্যাশন ডিজাইনার রালফ লরেন, ‘সায়েন্স গাই’ বিল নাই, অভিনেতা ডেনজিল ওয়াশিংটন, বাস্কেটবল তারকা আর্ভিন ‘ম্যাজিক’ জনসন এবং ভোগ ম্যাগাজিনের সম্পাদক আনা উইনটুর।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.