01/08/2025 বৈশ্বিক সামরিক শক্তিতে ৩ ধাপ এগিয়েছে বাংলাদেশ
মুনা নিউজ ডেস্ক
৪ জানুয়ারী ২০২৫ ১৮:৫২
সামরিক খাত নিয়ে তথ্য সংগ্রহ এবং গবেষণা করে এমন প্রতিষ্ঠান গ্লোবাল ফায়ার পাওয়ার ইনডেক্সের তথ্য অনুযায়ী ২০২৪ সালে বিশ্বে সামরিক শক্তির দিক থেকে বাংলাদেশের অবস্থান ৩৭তম।যেখানে গলে বছর বাংলাদেশের অবস্থান ছিল ৪০ তম।
বিশ্বে ১৪৫টি দেশের সামরিক শক্তির বিচার করে দেখা যায় গত বছরের তুলনায় সামরিক শক্তিতে বাংলাদেশের শক্তি ৩ ধাপ উন্নতি করেছে।
সুইডেনের স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের তথ্য বলছে, ২০০৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত সময়কালে অস্ত্র আমদানিতে বিশ্বে বাংলাদেশের অবস্থান ২৮তম।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.