01/08/2025 আমেরিকার ইতিহাসে বাইডেন সবচেয়ে বাজে প্রেসিডেন্ট: ট্রাম্প
মুনা নিউজ ডেস্ক
৪ জানুয়ারী ২০২৫ ০১:১২
আমেরিকার ইতিহাসে জো বাইডেন সবচেয়ে বাজে প্রেসিডেন্ট বলে মন্তব্য করেছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগামধ্যমে যুক্তরাষ্ট্রের বর্তমানে প্রশাসনিক নীতির সমালোচনা করে এমন মন্তব্য করেন তিনি।
শুক্রবার (৩ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এক আন্তর্জাতিক বার্তা সংস্থা।
ট্রাম্প লিখেছেন, জো বাইডেন আমেরিকার ইতিহাসে সবচেয়ে বাজে প্রেসিডেন্ট। তিনি পুরোপুরি বিপর্যস্ত। তার কর্মকাণ্ড এবং নির্বাচনে হস্তক্ষেপের বিষয়টি ভুলে যাওয়া হবে না।
তিনি বাইডেনের সীমান্ত নীতির সমালোচনা করে বলেন, সীমান্ত নীতি নিরাপত্তার হুমকি বাড়িয়েছে।
ট্রাম্প আরও লেখেন, আমার দেশ এখন একটি বিপর্যয়। সারা বিশ্বে হাসির পাত্র! সীমান্ত খোলা থাকলে এটিই হয়।
উচ্চ আমদানি শুল্কের পক্ষে পরিচিত ট্রাম্প শুল্ক-ভিত্তিক রাজস্বে ফিরে আসার পরামর্শ দিয়ে অর্থনৈতিক নীতি পরিবর্তনেরও আহ্বান জানিয়েছেন। তিনি লিখেছেন, শুল্ক নিজেই আমাদের দেশের জন্য এই বিশাল সম্পদ তৈরি করেছে। সেইসঙ্গে আমেরিকাকে আবারও সমৃদ্ধশালী করে তোলারও আহ্বান জানান ট্রাম্প।
এছাড়া যেসব বিষয় জাতীয় নিরাপত্তা ও গণতন্ত্রের ওপর ঝুঁকি তৈরি করে সেগুলো সমাধানের প্রতিশ্রুতিও দেন ট্রাম্প।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.