01/07/2025 ফিলিস্তিনে আল-জাজিরার সম্প্রচার সাময়িক বন্ধ
মুনা নিউজ ডেস্ক
২ জানুয়ারী ২০২৫ ১৯:৫৪
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা অধিকৃত পশ্চিম তীরে তাদের সম্প্রচারসহ সবরকম কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখার ফিলিস্তিনি কর্তৃপক্ষের আদেশের নিন্দা জানিয়েছে।
দখলদার ইসরায়েলের পথে হেঁটে ফিলিস্তিন কর্তৃপক্ষ আল-জাজিরার স্টাফদের বিরুদ্ধে এ পদক্ষেপ নিয়েছে বলে অভিযোগ করেছে সংবাদমাধ্যমটি।
‘উসকানিমূলক কনটেন্ট’ প্রচারের অভিযোগে বুধবার ফিলিস্তিন কর্তৃপক্ষ আল জাজিরার সম্প্রচার সাময়িক বন্ধ রাখার ওই আদেশ দেয়।
ফিলিস্তিনি একটি সংবাদ সংস্থার খবরে বলা হয়, ‘সংস্কৃতি, স্বরাষ্ট্র ও যোগাযোগ মন্ত্রণালয়ের মন্ত্রীরা একযোগে আল-জাজিরা চ্যানেলের সম্প্রচার ও এর কার্যালয়ের কার্যক্রম স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছেন। চ্যানেলটি এমন সব প্রতিবেদন সম্প্রচার করছে যা প্রতারণামূলক এবং বিবাদ উস্কে দিচ্ছে।”
সম্প্রচার সাময়িক বন্ধ থাকবে বলা হলেও আদেশনামায় কার্যক্রম আবার শুরুর কোনও তারিখ উল্লেখ করা হয়নি।
ফিলিস্তিন কর্তৃপক্ষের এই সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় বৃহস্পতিবার এক বিবৃতিতে আল জাজিরা বলেছে, “আল জাজিরা মেডিয়া নেটওয়ার্ক পশ্চিম তীরে তাদের কাজ এবং সংবাদ সংগ্রহ বন্ধের ফিলিস্তিনি কর্তৃপক্ষের সিদ্ধান্তের নিন্দা জানাচ্ছে। অধিকৃত ওই অঞ্চলে দ্রুত বাড়তে থাকা বিভিন্ন ঘটনা মানুষের সামনে তুলে আনা থেকে চ্যানেলটিকে বিরত রাখার চেষ্টা ছাড়া এই সিদ্ধান্ত আর কিছুই না বলেই মনে করে আল জাজিরা।”
“আর দুঃখজনকভাবে, এ ধরনের সিদ্ধান্ত ইসরায়েল সরকারের আগের সিদ্ধান্তের পথে হেঁটেই নেওয়া হয়েছে। ইসরায়েল রামাল্লায় আল জাজিরার কার্যালয় বন্ধ করেছিল,” বলা হয় বিবৃতিতে।
ফিলিস্তিন কর্তৃপক্ষকে অবিলম্বে এমন সিদ্ধান্ত থেকে সরে আসা এবং এ সিদ্ধান্ত বাতিলের আহ্বান জানিয়েছে আল-জাজিরা। অবাধে পশ্চিম তীরে সংবাদ সংগ্রহ করতে দেওয়া এবং কোনওরকম ভয়-ভীতি প্রদর্শন ছাড়া কাজ করতে দেওয়ার আহ্বানও জানিয়েছে তারা।
তাছাড়া, ফিলিস্তিন কর্তৃপক্ষের সিদ্ধান্তের কারণে আল জাজিরা পশ্চিম তীরে তাদের সংবাদ সংগ্রহ এবং ঘটনাবলী তুলে আনার পেশাদারি দায়িত্ব পালন থেকে পিছু হটবে না বলেও জানিয়েছে।
ফিলিস্তিন কর্তৃপক্ষ গত সপ্তাহে আল-জাজিরার সংবাদ প্রচার নিয়ে সমালোচনা করে। ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরের জেনিন ক্যাম্পে ফিলিস্তিনি নিরাপত্তা বাহিনী ও সশস্ত্র যোদ্ধাদের দীর্ঘদিনের দ্বন্দ্ব নিয়ে আল জাজিরার প্রতিবেদনের সমালোচনা করেছিল ফিলিস্তিনি কর্তৃপক্ষ।
ফিলিস্তিন কর্তৃপক্ষের নিয়ন্ত্রক গোষ্ঠী ফাতাহ আল জাজিরার সমালোচনা করে বলেছে, “এই সম্প্রচারমাধ্যমটি আরব ভূমিতে, বিশেষ করে ফিলিস্তিনিদের মধ্যে বিভক্তির বীজ বপন করছে।” তাই এই নেটওয়ার্কের সঙ্গে কোনও রকম সহযোগিতা না করতে ফিলিস্তিনিদেরকে আহ্বান জানায় ফাতাহ।
হামাস নিয়ন্ত্রিত গাজা উপত্যকায় অবশ্য ফিলিস্তিন কর্তৃপক্ষের সিদ্ধান্ত কার্যকর হবে না বলেই মনে করা হচ্ছে। কারণ, গাজা ফিলিস্তিনি কর্তৃপক্ষের এখতিয়ারভুক্ত নয়।
ফিলিস্তিন কর্তৃপক্ষের সিদ্ধান্তের আগে গতবছর সেপ্টেম্বরে, পশ্চিম তীরের রামাল্লায় আল জাজিরার কার্যালয়ে অভিযান চালিয়ে সেটি বন্ধ করার নির্দেশ দিয়েছিল ইসরায়েলের সেনাবাহিনী।
তাছাড়া, গত বছর মে মাসে ইসরায়েল তাদের দেশে আল জাজিরার কার্যক্রম ও সম্প্রচার নিষিদ্ধের আদেশ দিয়েছিল। জাতীয় নিরাপত্তায় আল জাজিরাকে হুমকি বলে দাবি করেছিল তারা। বিষয়টি আদালতে গড়ানোর পর সেই নিষেধাজ্ঞা বহাল রাখা হয়।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.