01/07/2025 বঙ্গবন্ধুর ভাস্কর্য ও ম্যুরাল স্থাপনে হাজার কোটি টাকার ‘দুর্নীতি’
মুনা নিউজ ডেস্ক
২ জানুয়ারী ২০২৫ ১৮:৪৭
কয়েক হাজার কোটি টাকা ব্যয় করে দেশজুড়ে বঙ্গবন্ধুর ভাস্কর্য ও ম্যুরাল স্থাপনের ক্ষেত্রে ‘দুর্নীতির’ অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) এক ব্রিফিংয়ে অনুসন্ধানের বিষয়টি জানিয়েছেন দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন।
তিনি বলেন, কয়েক হাজার কোটি টাকা ব্যয়ে দেশজুড়ে বঙ্গবন্ধুর অপ্রয়োজনীয় ভাস্কর্য ও ম্যুরাল করে সরকারি অর্থ অপচয় ও তছরুপের অভিযোগটি অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
বিগত আওয়ামী লীগ সরকারের আমলে শেখ মুজিবুর রহমানের স্মরণে দেশের বিভিন্ন এলাকায় ‘মুজিব কিল্লা’ নির্মাণ, সংস্কার ও উন্নয়নের নামে ‘দুর্নীতির’ অভিযোগও অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক।
মো. আক্তার হোসেন বলেন, দেশজুড়ে মুজিব কিল্লা নির্মাণ, সংস্কার ও উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক, সংশ্লিষ্ট ঠিকাদার ও অন্যান্যদের বিরুদ্ধে হাজার হাজার কোটি টাকা তছরুপ, অতিরিক্ত বিল দেওয়া, গভীর নলকূপের দুই-তৃতীয়াংশ বিকল ও বিভিন্ন অনিয়মের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত হয়েছে।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.