11/25/2024 বাংলাদেশে কাজ করেন ২১ হাজার বিদেশি নাগরিক
মুনা নিউজ ডেস্ক
১৪ জুন ২০২৩ ১১:২০
কাজের জন্য বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিদেশি নাগরিকরা বাংলাদেশে আসছেন। বর্তমানে বাংলাদেশে বিশ্বের প্রায় ১১৫টি দেশের ২১ হাজারের মতো বিদেশি নানা কাজে যুক্ত রয়েছেন। এদের মধ্যে সবচেয়ে বেশি চীনের নাগরিক, তারপরের অবস্থানে রয়েছে ভারতীয়রা।
১৩ জুন মঙ্গলবার বাংলাদেশের সংসদে সরকারি দলের সদস্য মো. মামুনুর রশীদ কিরণের টেবিলে উপস্থাপিত তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
আসাদুজ্জামান খান বলেন, “বর্তমানে দেশে বিশ্বের প্রায় ১১৫টি দেশের ২০,৯৮৮ জন নাগরিক ওয়ার্ক পারমিট নিয়ে বাংলাদেশে বিভিন্ন উন্নয়ন প্রকল্প, শিল্পকারখানা, এনজিও, আইএনজিও এবং বিভিন্ন সংস্থায় কর্মরত রয়েছেন।”
তিনি জানান, এ দেশে কর্মরত বিদেশি নাগরিকদের মধ্যে ৬,০৭৫ জন চাইনিজ, ৫,৮৭৬ জন ভারতীয়, এছাড়া রাশিয়ার ২,৪৬৮ জন, শ্রীলঙ্কার ১,২৪৬ জন, দক্ষিণ কোরিয়ার ৯২৪ জন, জাপানের ৫৫৭ জন, পাকিস্তানের ৪১৬ জন, ফিলিপিন্সের ৪৬০ জন, থাইল্যান্ডের ৩৯৯ জন, বেলারুশের ৩৭৮ জন, কাজাখস্থানের ২৬৯ জন, যুক্তরাষ্ট্রের ১৬৮ জন, মালয়েশিয়ার ১২৩ জন, ইন্দোনেশিয়ার ১০৮ জন নাগরিক বাংলাদেশে বৈধভাবে কাজ করেন।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.