01/06/2025 নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগে ইরান ও রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের
মুনা নিউজ ডেস্ক
১ জানুয়ারী ২০২৫ ১৮:৫০
২০২৪ সালে প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগে ইরান ও রাশিয়াকে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্ট(অর্থ মন্ত্রণালয়)। এ খবর দিয়েছে একটি আন্তর্জাতিক বার্তা সংস্থা।
এতে বলা হয়, এবারের নির্বাচনে ইরান এবং রাশিয়ার সঙ্গে সম্পৃক্ত একটি সংস্থার হস্তক্ষেপের অভিযোগে দেশ দুটির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ওয়াশিংটন।ট্রেজারি বিভাগ এক বিবৃতিতে বলেছে, ইরানের রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এবং রুশ সামরিক গোয়েন্দা সংস্থার (জিআরইউ) সঙ্গে সম্পৃক্ত একটি সংস্থা ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করেছে। এছাড়া যুক্তরাষ্ট্রের নির্বাচন পদ্ধতি, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এবং আমেরিকার জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করা হয়েছে বলে দাবি করেছেন মন্ত্রণালয়ের টেরোরিজম অ্যান্ড ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্সের ভারপ্রাপ্ত সেক্রেটারি ব্রাডলি স্মিথ।
তিনি বলেন, গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করবে এমন প্রতিপক্ষের বিরুদ্ধে সজাগ রয়েছে যুক্তরাষ্ট্র। তবে এই অভিযোগ অস্বীকার করেছে রাশিয়া। ওয়াশিংটনে অবস্থিত রাশিয়ার দূতাবাসের এক মুখপাত্র রয়টার্সকে বলেছেন, রাশিয়া যুক্তরাষ্ট্রসহ বিশ্বের কোনো দেশেরই অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেনি এবং করে না।
তিনি আরও বলেন- প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ বিষয়ে বারবার জোর দিয়ে বলেছেন, আমরা আমেরিকার জনগণের অভিপ্রায়কে সম্মান করি। রাশিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ বিদ্বেষপূর্ণ অপবাদ বলেও উল্লেখ করেছেন ওই মুখপাত্র। তবে এ বিষয়ে এখনও মন্তব্য করেনি ইরান। নিউইয়র্কে জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে যোগাযোগ করা হলে তার মন্তব্য পাওয়া যায়নি বলে জানিয়েছে রয়টার্স।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.