01/06/2025 স্পিকার পদে ট্রাম্পের অনুমোদন পেলেন জনসন
মুনা নিউজ ডেস্ক
৩১ ডিসেম্বর ২০২৪ ১৯:৩৫
প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের আগেই বিভিন্ন পদে মনোনয়ন দিয়ে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। বর্তমান জো বাইডেন প্রশাসনের প্রায় সব পদে রদবদলের ঘোষণা দিচ্ছেন তিনি। তবে কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের বর্তমান স্পিকার মাইক জনসনের ক্ষেত্রে ভিন্ন মত ট্রাম্পের।
বর্তমান স্পিকার মাইক জনসনকে স্বপদে বহাল রাখতে চান ডোনাল্ড ট্রাম্প। সোমবার (৩০ ডিসেম্বর) নিজস্ব মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্ট দিয়ে ট্রাম্প তা জানান দেন। তিনি ওই পোস্টে জনসনের প্রতি সমর্থন জানিয়েছেন। খবর আন্তর্জাতিক সংবাদমাধ্যমের।
ট্রাম্প লেখেন, স্পিকার মাইক জনসন একজন ভালো, পরিশ্রমী ও ধার্মিক মানুষ। তিনি সঠিক কাজ করবেন এবং আমরা জিততে থাকব। মাইকের জন্য আমার সম্পূর্ণ অনুমোদন রয়েছে।
রিপাবলিকান জনসনও ট্রাম্পের সমর্থনের জন্য তাকে ধন্যবাদ জানিয়েছেন। এক্স-এ তিনি লেখেন, ধন্যবাদ, প্রেসিডেন্ট ট্রাম্প। আমি বরাবরের মতোই আপনার সমর্থনে সম্মানিত হয়েছি। আমরা একসাথে আপনার আমেরিকার এজেন্ডা বাস্তবায়ন করব। আমেরিকার নতুন স্বর্ণযুগের সূচনা করব। আসুন কাজ শুরু করি।
এদিকে পৃথকভাবে প্রযুক্তি বিলিয়নেয়ার ইলন মাস্কও জনসনকে সমর্থন করেছেন। তিনি এক্স-এ লেখেন, আমিও একই রকম চিন্তা করি। আপনার প্রতি (জনসন) আমার পূর্ণ সমর্থন রয়েছে।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.