01/04/2025 জেলেনস্কিকে ‘প্রেসিডেন্ট পুতিন’ বলে সম্বোধন করলেন বাইডেন
মুনা নিউজ ডেস্ক
২৯ ডিসেম্বর ২০২৪ ২০:৫৪
ফক্স নিউজ ২০২৪ সালের শীর্ষ রাজনৈতিক ভুলের তালিকায় প্রেসিডেন্ট জো বাইডেনের একটি ভুল অন্তর্ভুক্ত করেছে। যেখানে তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে ভুলবশত ‘প্রেসিডেন্ট পুতিন’ বলে সম্বোধন করেন।
গত জুলাইয়ে ওয়াশিংটনে অনুষ্ঠিত ন্যাটো শীর্ষ সম্মেলনে বাইডেন বলেন, ‘এখন আমি ইউক্রেনের প্রেসিডেন্টকে মঞ্চে আমন্ত্রণ জানাতে চাই, যিনি সাহস এবং সংকল্পে অনন্য। লেডিস অ্যান্ড জেন্টেলম্যান, প্রেসিডেন্ট পুতিন’।
দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, বাইডেনের এই ‘ভুল’ তার বক্তৃতার চেয়ে বেশি জনসাধারণের মনোযোগ আকর্ষণ করেছিল।
তালিকায় স্থান পাওয়া অন্যান্য ভুল:
বাইডেনের আরেকটি ভুল ছিল প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারণার সময় ডোনাল্ড ট্রাম্পের সমর্থকদের ‘আবর্জনা’ বলে সম্বোধন করা।
ডোনাল্ড ট্রাম্প নিজেও রয়েছেন এই তালিকায়। তিনি চলতি বছরের জানুয়ারিতে নিউ হ্যাম্পশায়ারের এক সমাবেশে তার রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী নিকি হ্যালিকে ভুল করে সাবেক হাউস স্পিকার ন্যান্সি পেলোসির সঙ্গে গুলিয়ে ফেলেন।
এছাড়া ভাইস প্রেসিডেন্ট এবং প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিসও রয়েছেন এই তালিকায়। অক্টোবরে এক টিভি সাক্ষাৎকারে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে, গত চার বছরে বাইডেনের পরিবর্তে তিনি ভিন্নভাবে কিছু করতেন কিনা। জবাবে কমলা বলেন, ‘এমন কিছুই আমার মনে আসছে না’।
বাইডেনের ভুলের ঘটনা এবং অন্যান্য শীর্ষ রাজনীতিবিদদের ভুলের তালিকা নিয়ে ফক্স নিউজের এই প্রতিবেদন প্রচারমাধ্যমে ব্যাপক আলোচিত হয়েছে।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.