12/28/2024 কুর্দি যোদ্ধাদের শেষ পরিণতি নিয়ে হুঁশিয়ারি দিলেন এরদোয়ান
মুনা নিউজ ডেস্ক
২৬ ডিসেম্বর ২০২৪ ১৮:৫১
কুর্দি যোদ্ধাদের শেষ পরিণতির বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি বলেন, কুর্দি যোদ্ধারা আত্মসমর্পণ না করলে তাদের জীবন্ত কবর দেওয়া হবে।
বুধবার (২৫ ডিসেম্বর) আন্তর্জাতিক একটি বার্তাসংস্থার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এরদোয়ান বলেন, সিরিয়ায় থাকা কুর্দি যোদ্ধাদের হয় অস্ত্র সমর্পণ করতে হবে। যদি তারা তা না করে তাহলে তাদের জীবন্ত কবরস্ত করা হবে। চলতি মাসে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকারের পতনের পর তুর্কিপন্থি যোদ্ধা ও মিলিশিয়া গোষ্ঠীর মধ্যে উত্তেজনা চলাকালে তিনি এ মন্তব্য করেন।
প্রতিবেদনে বলা হয়েছে, আসাদ সরকারের পতনের পর কুর্দি যোদ্ধাদের বিলোপের বিষয়ে আঙ্কারা বারবার জোর দিয়ে আসছে। তারা বলছে, সিরিয়ায় এ গোষ্ঠীর ভবিষ্যতে কোনো স্থান হবে না।
পার্লামেন্টে একে পার্টির এক অধিবেশনে এরদোয়ান বলেন, বিচ্ছিন্নতাবাদী খুনিরা হয় তাদের অস্ত্রকে বিদায় জানাবে, নয়তো তাদের অস্ত্রসহ সিরিয়ার মাটিতে কবর দেওয়া হবে। আমরা সেই সন্ত্রাসী সংগঠনকে নির্মূল করব যারা আমাদের এবং আমাদের কুর্দি ভাইবোনদের মধ্যে রক্তের প্রাচীর তৈরি করার চেষ্টা করছে।
১৯৮৪ সাল থেকে তুরস্কের বিরুদ্ধে বিদ্রোহ করে আসছে নিষিদ্ধ মিলিশিয়া গোষ্ঠী কুর্দি ওয়ার্কার্স পার্টি (পিকেকে)। যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নও গোষ্ঠীটিকে একইভাবে বিবেচনা করে থাকে। এ ছাড়া আঙ্কারা বারবার ন্যাটো মিত্র ওয়াশিংটনসহ অন্যদের ওয়াইপিজির সমর্থন বন্ধ করার আহ্বান জানিয়ে আসছে।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.