12/28/2024 সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন
মুনা নিউজ ডেস্ক
২৫ ডিসেম্বর ২০২৪ ১৩:৩৭
বিল ক্লিনটনের মুখপাত্র অ্যাঞ্জেল ইউরেনা গতকাল মঙ্গলবার এই তথ্য জানান। বিল ক্লিনটন ফ্লুতে আক্রান্ত হওয়ার পর তাঁকে মেডস্টার জর্জটাউন ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া বার্তায় অ্যাঞ্জেল ইউরেনা বলেন, হাসপাতালে বিশেষ পরিচর্যার জন্য তিনি (বিল ক্লিনটন) ও তাঁর পরিবারের সদস্যরা গভীরভাবে কৃতজ্ঞ। সবার শুভকামনা ও সদয় বার্তা তাঁদের হৃদয় ছুঁয়ে গেছে।
৭৮ বছর বয়সী বিল ক্লিনটনকে গত সোমবার ওয়াশিংটন ডিসির এই হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তিনি জ্বর অনুভব করছিলেন। তখন মুখপাত্র অ্যাঞ্জেল ইউরেনা বলেছিলেন, জ্বরে আক্রান্ত হওয়ার পর পরীক্ষা-নিরীক্ষা ও পর্যবেক্ষণের জন্য সাবেক এই মার্কিন প্রেসিডেন্টকে হাসপাতালে ভর্তি করা হয়।
এর আগে ২০২১ সালে বিল ক্লিনটনকে ক্যালিফোর্নিয়ার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সে সময় রক্তের সংক্রমণের কারণে তাঁকে ছয় দিন হাসপাতালে কাটাতে হয়েছিল।
২০০৪ সালে বিল ক্লিনটনের হৃৎপিণ্ডে অস্ত্রোপচার করা হয়। এরপর তাঁকে জীবনযাপনের ধারা পরিবর্তনের পরামর্শ দেন চিকিৎসকেরা। জীবনধারা বদলে নিজের চেষ্টা নিয়ে তিনি জনসমক্ষে কথাও বলেন।
২০২২ সালের নভেম্বরে করোনায় আক্রান্ত হওয়ার পর সংবাদের শিরোনাম হয়েছিলেন বিল ক্লিনটন।
যুক্তরাষ্ট্রের ৪২তম প্রেসিডেন্ট ছিলেন বিল ক্লিনটন। তিনি ১৯৯৩ থেকে ২০০১ সাল পর্যন্ত দুই মেয়াদে যুক্তরাষ্ট্রের ক্ষমতায় ছিলেন।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.