12/28/2024 ইয়েমেন থেকে ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলা, বেজে উঠল সাইরেন
মুনা নিউজ ডেস্ক
২৪ ডিসেম্বর ২০২৪ ১৪:৪৫
ইয়েমেন থেকে ইসরাইল ভূখণ্ডে লক্ষ্য ফের ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। এ ঘটনায় মঙ্গলাবার (২৪ ডিসেম্বর) ভোরের দিকে ইসরাইলের মধ্যাঞ্চলের বিভিন্ন এলাকায় সতর্কতামূলক সাইরেনের শব্দ শোনা গেছে।
বার্তা সংস্থা এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
তিন দিন আগে তেল আবিবে হুতিদের ছোড়া ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরাইলের পক্ষ থেকে প্রতিশোধের হুঁশিয়ারির মধ্যেই আবার হামলার ঘটনা ঘটলো।
এক বিবৃতিতে ইসরাইলের সামরিক বাহিনী জানিয়েছে, ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র ইসরাইলি ভূখণ্ড পার হওয়ার আগেই ভূপাতিত হয়েছে।
এ ঘটনায় প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানা গেছে।
ইরান-সমর্থিত হুতিরা ইয়েমেন থেকে ইসরাইলি ভূখণ্ডে বিভিন্ন সময় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে। গাজা উপত্যকায় ইসরাইলের নির্বিচার হামলার পরিপ্রেক্ষিতে ফিলিস্তিনিদের পাশে থাকতে এসব হামলা চালানো হচ্ছে বলে জানিয়েছে হুতিরা।
এর আগে ২১ ডিসেম্বর ভোরে ইসরাইলের তেল আবিবজুড়ে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। ওই হামলায় অন্তত ১৬ জন আহত হয়।
ওই হামলার পর হুতিদের বিরুদ্ধে প্রতিশোধ নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনয়িামিন নেতানিয়াহু। তিনি বলেন, ‘আমরা ইরানের অশুভ অক্ষের সন্ত্রাসী অস্ত্রের বিরুদ্ধে শক্তির সঙ্গে কাজ করেছি, তাই আমরা হুতিদের বিরুদ্ধে পরিশীলিতভাবে শক্তি, প্রত্যয় নিয়ে কাজ করব।’
এছাড়া হুতিদের বিরুদ্ধে কঠোর হামলার হুঁশিয়ারি দিয়ে ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ বলেন, ‘আমরা হুতিদের ওপর কঠোরভাবে আঘাত হানব.. এবং তাদের নেতৃত্বকে ধ্বংস করব... যেমনটা আমরা তেহরানে হানিয়া, গাজায় সিনওয়ার ও লেবাননে নাসরুল্লাহর ক্ষেত্রে করেছি, ঠিক সেটাই আমরা হোদেই
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.