04/10/2025 আফগানিস্তানে দূতাবাস চালু করছে সৌদি
মুনা নিউজ ডেস্ক
২৩ ডিসেম্বর ২০২৪ ১৩:৩৮
প্রায় দুই বছর বন্ধ থাকার পর ফের আফগানিস্তানের রাজধানী কাবুলে দূতাবাস চালুর সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব। রোববার কাবুলে সৌদি তার এই কূটনৈতিক কার্যক্রম পুনরায় চালুর ঘোষণা দিয়েছে।
কাবুলে দূতাবাস পুনরায় চালুর বিষয়ে বিবৃতিতে বলা হয়েছে, আফগানিস্তানে আবার দূতাবাস খুলেছে সৌদি আরব। ভাতৃপ্রতিম আফগান জনগণকে সব পরিষেবা প্রদানের প্রতি জোর দিয়েছে দেশটি।
এর আগে, নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগের কারণে ২০২৩ সালের ফেব্রুয়ারিতে আফগানিস্তানের কাবুলে দূতাবাস কার্যক্রম বন্ধ করে দেয় সৌদি আরব। যা নিয়ে এতদিন ক্ষোভ ছিল তালেবান প্রশাসকদের মাঝে।
এর আগে, তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ কাবুলে কূটনৈতিক কার্যক্রম পুনরায় শুরু করার ব্যাপারে সৌদি আরবের অভিপ্রায় নিয়ে কথা বলেছিলেন। রাজ্যকে একটি প্রধান অংশীদার হিসাবে বর্ণনা করেছিলেন।
তবে সম্প্রতি তালেবানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি সৌদি প্রতিনিধিদের সঙ্গে দেখা করেন। সেই সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক সম্প্রসারণের ইচ্ছা প্রকাশ করেছেন। যার সুবাদে আফগানিস্তানে সৌদি কর্মকর্তারা মানবিক সহায়তা প্রদান এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদার করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.