12/28/2024 সপরিবারে মামলায় ফাঁসলেন সাবেক ডেপুটি গভর্নর এস কে সুর
মুনা নিউজ ডেস্ক
২৩ ডিসেম্বর ২০২৪ ১২:৫৮
নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায় বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার সুর (এস কে সুর), তাঁর স্ত্রী সুপর্ণা সুর চৌধুরী ও কন্যা নন্দিতা সুর চৌধুরীর বিরুদ্ধে নন সাবমিশন মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
গতকাল রোববার দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এই মামলাটি দায়ের করা হয়েছে। আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন সংস্থাটির উপপরিচালক মো. আকতারুল ইসলাম।
সম্পদ বিবরণী দাখিল না করায় সুর, তাঁর স্ত্রী ও কন্যার বিরুদ্ধে দুদক আইন ২০০৪ এর ২৬(২) ধারায় অভিযোগ আনা হয়েছে। ২০২৩ সালে আগস্টে তাদের সবার সব ধরনের সম্পদ ও তাদের ওপর লেনদেনের তথ্য চেয়ে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে চিঠি দেয় দুদক।
আলোচিত পি কে হালদারের আর্থিক কেলেঙ্কারিতে নাম আসায় ২০২২ সালে এস কে সুরের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। ওই বছরের মার্চে এস কে সুর কে তলব করে দুদক। এস কে সুর চৌধুরী ২০১৮ সালের জানুয়ারিতে ডেপুটি গভর্নরের পদ থেকে অবসরে যান।
অভিযোগ আছে এস কে সুর ডেপুটি গভর্নর থাকাকালে আলোচিত এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার হালদারের (পি কে হালদার) ঋণ কেলেঙ্কারির ঘটনায় সহযোগিতা করেছেন ও সুবিধা নিয়েছেন।
এ ছাড়া পিকে হালদার সংশ্লিষ্টরা আদালতে জবানবন্দিতে বলে অর্থের বিনিময়ে এসকে সুর পিকে হালদারকে সহযোগিতা করতেন।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.