11/22/2024 যুক্তরাষ্ট্রের সৈকতে কয়েক হাজার মৃত মাছ
মুনা নিউজ ডেস্ক
১৩ জুন ২০২৩ ১১:৫৭
যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম অঙ্গরাজ্য টেক্সাসের উপসাগরীয় উপকূলের একটি সমুদ্র সৈকতে কয়েক হাজার মৃত মেনহাডেন মাছ ভেসে এসেছে। খবর ফক্স নিউজের।
টেক্সাসের উপসাগরীয় উপকূলে অবস্থিত সমুদ্র সৈকত পার্কের কর্মকর্তারা জানিয়েছেন, উপকূলের কুইন্টানা বিচ কাউন্টি পার্ক থেকে প্রায় ৯.৭ কিলোমিটার দূরে ব্রায়ান বিচের শেষ প্রান্তে মরা মাছগুলো পাওয়া গেছে।
পার্কের কর্মকর্তারা শুক্রবার থেকে উপকূলের পানিতে ভেসে থাকা অসংখ্য মরা মাছের ছবি প্রকাশ করতে শুরু করেন। তারা বলছেন, “অগভীর পানি এবং সূর্যালোকের অভাবে অক্সিজেনের মাত্রা কমে যাওয়ার কারণে এই বিপর্যয়ের সৃষ্টি হয়েছে।”
ফক্স নিউজের প্রতিবেদনে বলা হয়, গত সপ্তাহে টেক্সাসের উপসাগরীয় উপকূলের সমুদ্র সৈকতে হাজার হাজার মরা মাছ ভেসে আসছে। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে আউটলেট জানিয়েছে, ব্রায়ান বিচের শেষ প্রান্তে মেনহাডেন মাছটি মৃত অবস্থায় পাওয়া গেছে। এত মাছ মারা যাওয়ার কারণ জানতে চাইলে কর্মকর্তারা বলেন, প্রচন্ড গরমে সমুদ্রে অক্সিজেনের অভাবে সমুদ্র সৈকতে হাজার হাজার মাছ মারা যাচ্ছে।
কুইন্টানা বিচ কাউন্টি পার্ক ফেসবুকে বলেছে, যখন পানি ৭০ ডিগ্রি ফারেনহাইটের উপরে উঠে যায়, তখন মেনহাডেনের পক্ষে বেঁচে থাকার জন্য পর্যাপ্ত অক্সিজেন পাওয়া কঠিন হয়ে পড়ে।
"অগভীর জল গভীর থেকে দ্রুত উষ্ণ হয়, তাই জল গরম হতে শুরু করার সাথে সাথে যদি মেনহেডেনের গভীর জলে আটকা পড়ে তবে মাছ হাইপোক্সিয়াতে ভুগতে শুরু করবে," কর্মকর্তারা ফেসবুক পোস্টে আরও বলেছেন।
কর্মকর্তারা গণমাধ্যমগুলোকে জানিয়েছে, মাছগুলো সরিয়ে নেওয়া হচ্ছে। তবে আরও হাজার হাজার মাছ উপকূলে ভেসে আসার আশঙ্কা করা হচ্ছে।
সূত্র : ফক্স নিউজ
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.