04/18/2025 যুক্তরাষ্ট্রে ‘শাটডাউন’ ঠেকাতে শেষমেশ বিল পাস করল
মুনা নিউজ ডেস্ক
২১ ডিসেম্বর ২০২৪ ১৪:১৫
অবশেষে নাটকীয়তা উড়িয়ে শেষ মূহুর্তে গুরুত্বপূর্ণ অর্থ বিল পাশ করে শাটডাউন এড়াতে পেরেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র হাউজ অব রিপ্রেজেন্টেটিভে পাশ হওয়ার পর ডেমোক্র্যাট নিয়ন্ত্রত সিনেটেও বিলটি পাশ হয়েছে। এখন প্রেসিডেন্ট জো বাইডেনের স্বাক্ষর করলেই এটি চূড়ান্ত হবে।
শুক্রবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় শাটডাউন শুরুর মাত্র ৩৮ মিনিট আগে সরকারী তহবিল অব্যাহত রাখতে ডেমোক্র্যাটিক নিয়ন্ত্রিত সিনেটে ৮৫-১১ ভোটে অর্থ বিলটি পাস হয়।
শনিবার (২১ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে সংবাদমাধ্যম।
এর আগে গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-সমর্থিত এ অর্থবিল প্রতিনিধি পরিষদে পাস হতে ব্যর্থ হয়। কেন্দ্রীয় সরকারকে অর্থায়নের জন্য সেদিন পরিষদে আনা এ বিলের বিরুদ্ধে ৩৪ জন রিপাবলিকান আইনপ্রণেতা ভোট দেন। এর মধ্য দিয়ে তারা বিলটি পাসে ট্রাম্পের আহ্বান উপেক্ষা করেন। বিলটি পাস হতে ব্যর্থ হলে আজ থেকে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সংস্থাগুলোর কার্যক্রম আংশিকভাবে বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দেয়।
এতে অনেক সরকারিকর্মীর বেতনও পর্যন্ত বন্ধ যাওয়ার শঙ্কা ছিল। বড়দিন এবং ইংরেজি নববর্ষের ছুটির মুখে লাখ লাখ আমেরিকানের দুর্ভোগের কারণ হয়ে উঠতে পারতো ফেডারেল গভর্নমেন্ট শাটডাউন।
হোয়াইট হাউস জানিয়েছে, সিনেট বিলটি পাস করলে প্রেসিডেন্ট জো বাইডেন এতে স্বাক্ষর করবেন। এই বিলটি আগামী ১৪ মার্চ পর্যন্ত সরকারি অর্থায়নের মেয়াদ বাড়াবে এবং দুর্যোগে আক্রান্ত রাজ্যগুলোর জন্য ১০০ বিলিয়ন এবং কৃষকদের জন্য ১০ বিলিয়ন ডলার প্রদান করবে। তবে এই বিল ঋণসীমা বাড়াবে না।
হাউস স্পিকার মাইক জনসন বলেছেন, সরকারি ব্যয় প্রভাবিত করার জন্য রিপাবলিকানরা আগামী বছর আরো ক্ষমতা পাবে। কারণ তারা উভয় কক্ষেই সংখ্যাগরিষ্ঠ হবে এবং ট্রাম্প থাকবেন হোয়াইট হাউসে।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.