12/21/2024 ডলারপ্রতি সর্বনিম্ন ৮৫-তে নামল দর ইন্ডিয়াতে
মুনা নিউজ ডেস্ক
১৯ ডিসেম্বর ২০২৪ ১৪:২৭
হু হু করে কমছে ভারতীয় রুপির দর। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) ডলারের বিপরীতে ভারতীয় রুপির দর ইতিহাসের সর্বনিম্ন ৮৫.০৬৭৫-তে গিয়ে ঠেকেছে। এর আগের দিন বুধবার রুপির দর ছিল ৮৪.৯৫২৫।
মাত্র দুই মাসে ডলার প্রতি রুপির বিনিময়মূল্য ৮৪ থেকে ৮৫-তে পৌঁছালেও, ৮৩ থেকে ৮৪-এ পৌঁছাতে সময় লেগেছিল ১৪ মাস। এরও আগে, ৮২ থেকে ৮৩-এ পৌঁছাতে প্রায় ১০ মাস সময় লেগেছিল।
মূলত ভারতের কেন্দ্রীয় ব্যাংক আগামী বছর সুদের হার কমিয়ে দেওয়ার ইঙ্গিত দেওয়ার পরই রূপির এই দরপতন ঘটে। বলা যায়, এতে মূলধন প্রবাহের দুর্বলতার কারণে আগে থেকেই চাপে থাকা এই মুদ্রার ওপর নতুন করে এক ধরনের চাপ সৃষ্টি হয়েছে।
রুপির পাশাপাশি এশিয়ার অন্যান্য মুদ্রার দরও কমেছে। দক্ষিণ কোরিয়ার ওন, মালয়েশিয়ার রিঙ্গিত এবং ইন্দোনেশিয়ার রুপিয়াহর শূন্য দশমিক ৮ শতাংশ থেকে ১ দশমিক ২ শতাংশ পর্যন্ত পতন হয়েছে।
জুলাই-সেপ্টেম্বরে ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধি সাত ত্রৈমাসিকের মধ্যে সবচেয়ে কম হয়েছে, বাণিজ্য ঘাটতি বেড়েছে এবং দুর্বল মূলধন প্রবাহের কারণেই রুপির সূচক কমছে বলে ধারণা করা হচ্ছে।
ডলারের শক্তি, যা ডোনাল্ড ট্রাম্পের প্রত্যাশিত নীতিগুলোর কারণে বৃদ্ধি পাচ্ছে, রুপির অবস্থা আরও খারাপ করে তুলেছে। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের সুদের হারের নতুন পূর্বাভাস ডলারের শক্তি আরও বাড়াবে।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.