04/03/2025 কানেকটিকাট এবং ম্যাসাচুসেট্স এর উদ্যোগে রোড আইল্যান্ডে দাওয়া ভিজিট
মুনা নিউজ ডেস্ক
১৮ ডিসেম্বর ২০২৪ ১২:৩৯
গত ১৪ ডিসেম্বর ২০২৪, মুনা কানেকটিকাট ও ম্যাসাচুসেট্স চ্যাপ্টারের উদ্যোগে দাওয়া ভিজিট সম্পন্ন হয়েছে। দাওয়া ভিজিটটি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিও কনফারেন্স ও লজিস্টিক সাপোর্টিং এর মাধ্যমে সহায়তা করেন ন্যাশনাল এইড এন্ড রিলিফ এর সহকারী পরিচালক নাসির উদ্দিন।
দাওয়াহ ভিজিটটির নেতৃত্বে ছিলেন ইষ্ট জোনের এডুকেশন এন্ড লিডারশিপ এর সহকারী পরিচালক মাওলানা শাহাজান। সহযোগিতা করেন ইষ্ট জোন কমিউনিকেশন, মিডিয়া এন্ড কালচারাল ডিপার্টমেন্ট এর ডিরেক্টর আকবর উদ্দিন। দাওয়া ভিজিটে উপস্থিত ছিলেন ম্যাসাচুসেট্স চ্যাপ্টার থেকে আগত মিডিয়া এন্ড কালচারাল ডিরেক্টর আবু তারেক, কানেকটিকাট চ্যাপ্টারের দাওয়া ডিরেক্টর মাহরুফ হোসাইন, কানেকটিকাট চ্যাপ্টারের মিডিয়া এন্ড কালচারাল এর সহকারী পরিচালক আবদুর রহিম, কানেকটিকাট চ্যাপ্টারের ইয়ুথ এসোসিয়েট মেম্বার তাওহিদ উদ্দিন। মাওলানা শাহাজানের দোয়ার মাধ্যমে দাওয়াহ প্রোগ্রামটি শেষ হয়।
আকবর উদ্দিন
মুনা ইষ্ট জোন কমিউনিকেশন, মিডিয়া এন্ড কালচারাল ডিপার্টমেন্ট
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.