04/18/2025 গুপ্ত বোমা বিস্ফোরণে প্রাণ হারালেন রুশ পারমাণবিক সুরক্ষা বাহিনীর প্রধান
মুনা নিউজ ডেস্ক
১৭ ডিসেম্বর ২০২৪ ১৪:২২
তারা জানিয়েছে, স্কুটারে লুকানো নিহত ওই কর্মকর্তার নাম লেফটেন্যান্ট জেনারেল ইগর কিরিলোভ। তিনি রাশিয়ার বায়োলজিকাল এবং রাসায়নিক সুরক্ষা বাহিনীর প্রধানের দায়িত্ব পালন করেছেন। ক্রেমলিন থেকে সাত কিলোমিটার দূরে দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্থিত রিয়াজনস্কি নামক এলাকায় একটি ভবনের বাইরে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে তদন্ত কমিটি।
তারা জানিয়েছে, ইগর কিরিলোভের সঙ্গে তার এক সহকারীও প্রাণ হারিয়েছেন। যিনি রাশিয়ান ফেডারেল সশস্ত্র বাহিনীর বায়োলজিকাল এবং রাসায়নিক সুরক্ষা বাহিনীতে ইগরের সঙ্গে কর্মরত ছিলেন। রাশিয়ার একটি টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করা ছবিতে দেখা যায়, ভবনের ধ্বংসপ্রাপ্ত প্রবেশপথে রক্তমাখা তুষারে দুটি মৃতদেহ পড়ে রয়েছে। এই ঘটনায় একটি ফৌজদারি মামলা করেছে পুলিশ। রাশিয়ার বায়োলজিকাল এবং রাসায়নিক সুরক্ষা বাহিনী আরকেএইচবিজেড নামে পরিচিত। এদিকে ইউক্রেনের নিরাপত্তা বাহিনীর বরাতে দেশটির সংবাদমাধ্যম কিয়েভ ইন্ডিপেন্ডেট জানিয়েছে, সোমবার নিষিদ্ধ রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগে কিরিলোভকে চিহ্নিত করেছিল ইউক্রেন। যদিও ইউক্রেনের এই দাবি প্রত্যাখ্যান করেছে রাশিয়া। এছাড়া গত অক্টোবরে কিরিলোভ এবং রুশ পারমাণবিক সুরক্ষা বাহিনীর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে বৃটেন। কেননা রাশিয়ার বিশেষ এই বাহিনীটি বিষাক্ত শ্বাসরোধক রাসায়নিক পদার্থ ব্যবহারের জন্য একাধিক অভিযোগে অভিযুক্ত।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.