12/18/2024 হুতিদের দাবি ইসরাইলকে লক্ষ্য করে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলার
মুনা নিউজ ডেস্ক
১৭ ডিসেম্বর ২০২৪ ১৪:০৪
সোমবার টেলিভিশনে দেয়া এক বক্তব্যে হুতি বিদ্রোহীদের মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, ইসরাইলের মধ্যাঞ্চল লক্ষ্য করে একটি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। হাইপারসনিক ক্ষেপণাস্ত্রটির নাম ‘ফিলিস্তিন ২’।
গাজায় ইসরাইলের ‘হত্যাযজ্ঞের’ প্রতিক্রিয়ায় হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলার কথা জানিয়েছে হুতিরা। গাজায় যুদ্ধ বন্ধ না করা পর্যন্ত ইসরাইলকে লক্ষ্য এ ধরনের হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে তারা।
এদিকে হুতিদের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা সম্পর্কে ইসরাইলের সামরিক বাহিনী বলেছে, ইয়েমেন ভূখণ্ড থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ইসরাইলের আকাশ সীমায় ঢোকার আগে ভূপাতিত করা হয়েছে।
দেশটির এক মুখপাত্র বলেন, ‘ক্ষেপণাস্ত্র ও রকেট হামলা নিয়ে সতর্কতা জারি করা হয়েছিল। কারণ তা ঠেকাতে গিয়ে (ক্ষেপণাস্ত্রের) টুকরো টুকরো অংশ পড়ার শঙ্কা ছিল।’
ইসরাইলি গণমাধ্যম জানিয়েছে, ক্ষেপণাস্ত্র সতর্কতা ইসরাইলের সবচেয়ে বড় শহর তেল আবিবজুড়ে জারি করা হয়েছিল।
হুতিরা নিজেদের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা ‘সফলতার সঙ্গে লক্ষ্য অর্জন’ করেছে বলে দাবি করেছে। কিন্তু এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি।
গত বছরের অক্টোবরে গাজায় ইসরাইলি হামলা শুরুর পর থেকেই লোহিত সাগরে ও আশপাশের অঞ্চলে ইসরাইলগামী জাহাজে হামলা চালাচ্ছে হুতিরা। এছাড়া ইসরাইলকে লক্ষ্য করে মাঝেমধ্যে ক্ষেপণাস্ত্র হামলা চালায় গোষ্ঠীটি।
গত বছরের ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত ফিলিস্তিনের গাজায় ইসরাইলি বাহিনীর হামলায় নিহতের সংখ্যা ৪৫ হাজার ছাড়িয়ে গেছে। আহত হয়েছেন এক লাখের বেশি মানুষ।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.