11/22/2024 বাইডেনের সঙ্গে ন্যাটো - প্রধানের বৈঠক বাতিল
মুনা নিউজ ডেস্ক
১৩ জুন ২০২৩ ১০:২১
দাঁতে ব্যাথা, তাই ন্যাটো-প্রধানের সঙ্গে বৈঠক পিছিয়ে দিলেন প্রেসিডেন্ট। ১১ জুন, রোববার আচমকাই দাঁতে ব্যাথা শুরু হয় প্রেসিডেন্ট জো বাইডেনের। ১৩ জুন, সোমবার তার রুট ক্যানাল চিকিৎসা হয়েছে বলে হোয়াইট হাউসের মুখপাত্র জানিয়েছেন। ফলে সোমবারের সমস্ত কাজ পিছিয়ে দিয়েছেন প্রেসিডেন্ট।
এদিন ন্যাটো-প্রধান জেনস স্টলটেনবার্গের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা ছিল তার। কিন্তু শেষ মুহূর্তে সেই বৈঠকও বাতিল করে দেওয়া হয়। মঙ্গলবারই স্টলটেনবার্গের সঙ্গে তিনি দেখা করতে পারেন বলে হোয়াইট হাউস সূত্র জানিয়েছে।
এদিন সাউথ লনে কলেজ অ্যাথলিট ডে-র অনুষ্ঠানেও যোগ দেওয়ার কথা ছিল বাইডেনের। কিন্তু সেই অনুষ্ঠানেও তিনি যোগ দেননি। তার জায়গায় ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বাইডেনের চিকিৎসক জানিয়েছেন, রোববার নিজের পাটির ভিতরের দিকে একটি দাঁতে প্রথম ব্যাথা অনুভব করেন বাইডেন। এরপরেই তার রুট ক্যানাল চিকিৎসা করা হয়। কিন্তু সোমবার সকালে বাইডেন ফের ব্যাথার কথা জানান। তারপরেই তাকে বিশ্রাম নিতে বলেন চিকিৎসক।
২০২৪ সালে অ্যামেরিকায় প্রেসিডেন্ট নির্বাচন। সেখানে দ্বিতীয়বার প্রেসিডেন্ট পদের জন্য লড়াই করবেন জো বাইডেন। বিশেষজ্ঞদের বক্তব্য, বাইডেনের বয়স নিয়ে বহু ভোটারই চিন্তিত। প্রেসিডেন্ট বর্তমান বয়স ৮০। তার শরীরও মাঝে মাঝে খারাপ হচ্ছে। এই কারণে কিছু ভোটার তার ভক্ত হয়েই বাইডেনকে ভোট না দিতে পারেন বলে বিশেষজ্ঞদের ধারণা।
সূত্র : রয়টার্স / এএফপি
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.