12/18/2024 মরুময় সৌদি আরব বরফে জমে যাচ্ছে
মুনা নিউজ ডেস্ক
১৭ ডিসেম্বর ২০২৪ ১৩:১৭
সোমবার (১৬ ডিসেম্বর) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, রোববার সৌদি আরবের উত্তরাঞ্চলে অস্বাভাবিক শৈত্যপ্রবাহের দেখা মিলেছে। এছাড়া বিভিন্ন এলাকায় অভূতপূর্ব সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আল জাউফ প্রদেশের তাবারজালে চলতি বছরে প্রথমবারের মতো পানি বরফে পরিণত হয়েছে। যা অঞ্চলের অন্যতম বিরল ঘটনা।
সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা গেছে, বোতল থেকে পানি ফেলার সঙ্গে সঙ্গে তা বরফে পরিণত হচ্ছে। এছাড়া উত্তর সীমান্ত প্রদেশ তুরাইফে সর্বনিম্ন মাইনাস তিন ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
প্রদিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের আল কুরায়ায়াত ও আল জউফ অঞ্চলের মাইনাস ১ ডিগ্রি, রাফহায় শূন্য ডিগ্রি, আরারে ২ ডিগ্রি, হাফার আল বাতেনে ৩ ডিগ্রি, তাবুক এবং হাইলে ৪ ডিগ্রি, বুরাইদাহতে ৬ ডিগ্রি এবং রাজধানী রিয়াদ ও আবহায় ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এছাড়া সমুদ্র উপকূলবর্তী শহর দাম্মাম, আল আহসা, জেদ্দা ও তায়েফের তাপমাত্রা ৯ ডিগ্রিতে নেমেছে।
সৌদি আরবের আবহাওয়া বিভাগ জানিয়েছে, সাইবেরিয়ান অঞ্চলের শীতল এই অঞ্চল দিয়ে প্রবাহিত হওয়ার কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এছাড়া মঙ্গলবার পর্যন্ত তাবুক, আল জাউফ, হাইল এবং উত্তর সীমান্ত প্রদেশসহ উত্তরাঞ্চলে তাপমাত্রা শুন্য থেকে মাইনাস তিন ডিগ্রির মধ্যে থাকতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। একইসাথে শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানানো হয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, সোমবার ও মঙ্গলবার কাসিম, রিয়াদ এবং পূর্ব প্রদেশে শৈত্য প্রবাহ আরও বাড়তে পারে। এ অঞ্চলে তাপমাত্রা দুই থেকে পাঁচ ডিগ্রিতে নামতে পারে।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.