12/18/2024 সৌদি আরবে হজ সম্মেলনে ১৩–১৬ জানুয়ারি
মুনা নিউজ ডেস্ক
১৬ ডিসেম্বর ২০২৪ ১৫:১৬
সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় এবং পিলগ্রিম এক্সপেরিয়েন্স প্রোগ্রামের উদ্যোগে আয়োজিত এই সম্মেলনে ৮৭টি দেশের মন্ত্রী, রাষ্ট্রদূত, একাডেমিক, বিশেষজ্ঞ, কূটনীতিক এবং সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেবেন।
সৌদি বার্তাসংস্থা এসপিএ জানিয়েছে, এই সম্মেলনের উদ্দেশ্য হলো হাজিদের জন্য প্রদত্ত সেবার মানোন্নয়ন, অভিজ্ঞতা বিনিময় এবং মক্কা ও মদিনায় হজ সম্পর্কিত কোম্পানিগুলোর মধ্যে প্রতিযোগিতা ও স্বচ্ছতা বৃদ্ধির প্রচার।
সম্মেলনে ১০০ জনের বেশি বক্তা, ৪৭টি প্যানেল আলোচনা এবং ৫০টি কর্মশালা থাকবে। এতে হজ সেবার মানোন্নয়নের চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করা হবে এবং হজ খাতে উদ্ভাবনী প্রকল্পগুলোকে সহায়তার উপায় খুঁজে বের করা হবে।
এছাড়া, জেদ্দায় ৫০ হাজার বর্গমিটার এলাকা জুড়ে একটি বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হবে, যেখানে ২৮০টি প্রদর্শক বিভিন্ন খাতের সর্বশেষ প্রযুক্তি, যেমন: কৃত্রিম বুদ্ধিমত্তা, প্রদর্শন করবে।
গত আসরের সম্মেলনে হজ সেবার উন্নয়নে ২০২টি সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল এবং এতে ৮৭টি দেশের ১ লাখেরও বেশি দর্শনার্থী অংশ নিয়েছিলেন।
আগামী জানুয়ারিতে অনুষ্ঠেয় সম্মেলনে অংশগ্রহণে আগ্রহীদের এবং প্রতিষ্ঠানগুলোকে hajjconfex.com ওয়েবসাইটে নিবন্ধনের আহ্বান জানিয়েছে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.