12/18/2024 ফ্রান্সের মায়োটে ভয়াবহ সাইক্লোন, হাজারও মানুষের মৃত্যুর শঙ্কা
মুনা নিউজ ডেস্ক
১৬ ডিসেম্বর ২০২৪ ১৩:০৫
বিবিসির খবরে বলা হয়েছে, উদ্ধারকর্মীরা এখনো কিছু এলাকায় পৌঁছানোর চেষ্টা করছেন। মূলত বেঁচে থাকা লোকদের সন্ধান করছেন তারা। তবে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ায় উদ্ধারকাজ বিলম্ব হচ্ছে।
খবরে বলা হয়, রোববার (১৫ ডিসেম্বর) দ্বীপে আঘাত হানে ভারত মহাসাগরে সৃষ্ট সাইক্লোন চিডো। ঘণ্টায় ২২৫ কিলোমিটার (১৪০ মাইল) বেগে মায়োটে আছড়ে পড়ে শক্তিশালী ঝড়টি। এতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় পুরো অঞ্চলটি। বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ার পাশাপাশি পুরো দ্বীপটির যোগাযোগ ব্যবস্থাও ভেঙে পড়ে।
সংবাদমাধ্যমকে স্থানীয় এক কর্মকর্তা বলেন, ভয়বহ ঝড়ে শত শত বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। আমরা আশঙ্কা করছি, কয়েকশ মানুষ মারা যেতে পারে। এমনকি এ সংখ্যা কয়েক হাজারেও পৌঁছাতে পারে।
ফরাসি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শক্তিশালী ঘূর্ণিঝড়ের পর নিরাপত্তা বাহিনীর কয়েকশ সদস্য উদ্ধার অভিযানে যোগ দিয়েছেন। কিছু কিছু এলাকা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ার কারণে সব এলাকায় এখনো উদ্ধারকর্মীরা পৌঁছতে পারেনি।
উল্লেখ্য, ভারত মহাসাগরে অবস্থিত একটি দ্বীপ মায়োট। এর জনসংখ্যা ৩ লাখ ২০ হাজার। ১৮৪৩ সাল থেকে এটি ফরাসি উপনিবেশের অন্তর্ভুক্ত। ফ্রান্সের মূল ভূখণ্ডের বাইরে যে অঞ্চলগুলো এখনো ফরাসি সরকার নিয়ন্ত্রণ করে তার মধ্যে একটি এই দ্বীপ।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.