11/22/2024 চীনের সঙ্গে সম্পর্ক খারাপ যাচ্ছে : যুক্তরাষ্ট্র
মুনা নিউজ ডেস্ক
১৩ জুন ২০২৩ ১০:১২
চীনের সঙ্গে সম্পর্ক খারাপ যাচ্ছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। কিউবায় চীনের গুপ্তচর ঘাঁটির খবর প্রকাশের পরে সম্পর্ক আরও খারাপ হয়ে গেছে। ১২ জুন, সোমবার হোয়াইট হাউসের মুখপাত্র জন করবি এ তথ্য জানান।
হোয়াইট হাউসের মুখপাত্র জন করবি বলেছেন, ''চীনের সঙ্গে সম্পর্ক এখন বেশ উত্তেজক। তবে প্রেসিডেন্ট বাইডেন সিদ্ধান্ত নিয়েছেন, চীনের সঙ্গে আলোচনার রাস্তা বন্ধ করবেন না। তাই কিউবায় চীনা গুপ্তচর ঘাঁটি তৈরির খবরের পরেও পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেনের চীন সফর বাতিল হচ্ছে না।''
কিরবি আরও বলেন, ‘চীনের সঙ্গে সম্পর্ক খারাপ। অবস্থার কোনো পরিবর্তন হয়নি। তবুও প্রেসিডেন্ট (বাইডেন) চীনের সঙ্গে যোগাযোগ বজায় রাখতে চান।’
গত সপ্তাহে ওয়াল স্ট্রিট জার্নালে একটি রিপোর্ট প্রকাশিত হয়। সেখানে বলা হয়েছে, কিউবায় চীন একটি গুপ্তচর ঘাঁটি তৈরি করতে চাইছে। কিউবা ও চীন অবশ্য এই খবর অস্বীকার করেছে।
সোমবার ব্লিঙ্কেন সাংবাদিকদের বলেন, ‘চীন এখন গোটা বিশ্বে নিজেদের প্রভাব বাড়াতে চাইছে। কিউবায় তাদের গুপ্তচর ঘাঁটির বিষয়টি এই পরিপ্রেক্ষিতে দেখতে হবে। তবে বাইডেন ২০২১ সালে প্রেসিডেন্ট হওয়ার পর থেকে বেশ কিছু ব্যবস্থা নিয়েছেন। ফলে চীন যে দ্রুত প্রভাব বিস্তার করতে চাইছিল, তা আর এখন সম্ভব হচ্ছে না।’
সূত্র : রয়টার্স / ডয়চে ভেলে
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.